SSC CGL 2023: শীঘ্রই দেওয়া হবে এসএসসি সিজিএল পরীক্ষার অ্যাডমিট কার্ড

২০২৩ সালের এসএসসি সিজিএল পরীক্ষা টায়ার-১ এর পরীক্ষা হবে ১৪ জুলাই থেকে ২৭ জুলাই। প্রায় সাড়ে সাত হাজার শূন্যপদ পূরণের জন্য এই পরীক্ষা নেওয়া হবে।

SSC CGL 2023: শীঘ্রই দেওয়া হবে এসএসসি সিজিএল পরীক্ষার অ্যাডমিট কার্ড
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2023 | 8:27 AM

নয়াদিল্লি: স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন গ্রাজুয়েট লেভেল পরীক্ষার ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শেষ হয়েছে। ২০২৩ সালের এসএসসি সিজিএল পরীক্ষার টায়ার ওয়ান পরীক্ষার অ্যাডমিট শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছে এসএসসি। এ জন্য পরীক্ষার্থীদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। তবে এই ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখে নিতে পারবেন।

কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড-

  • এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in -এ যান।
  • ওয়েবসাইটের হোমপেজে পাবেন ‘এসএসসি সিজিএল অ্যাডমিট কার্ড ২০২৩’- ডাউনলোড লিঙ্ক।
  • ওই লিঙ্কে ক্লিক করলেই নতুন একটি পেজ খুলে যাবে।
  • এর পর নতুন পেজে অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মের তারিখ দিতে হবে। তার পর সাবমিট করতে হবে।
  • তা করলেই এসএসসি সিজিএস ২০২৩ পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখা যাবে স্ক্রিনে।

২০২৩ সালের এসএসসি সিজিএল পরীক্ষা টায়ার-১ এর পরীক্ষা হবে ১৪ জুলাই থেকে ২৭ জুলাই। প্রায় সাড়ে সাত হাজার শূন্যপদ পূরণের জন্য এই পরীক্ষা নেওয়া হবে।