TCS Recruitment: ইঞ্জিনিয়ারিং পাশ না করেও TCS-এ মিলতে পারে চাকরির সুযোগ
TCS Recruitment: ২০ তারিখের মধ্যে করতে হবে আবেদন। সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
নয়া দিল্লি : টাটা কনসাল্টেন্সি সার্ভিসে মিলছে প্রচুর চাকরির সুযোগ। টিসিএস আটলাস নামে একটি প্রোগ্রামে প্রচুর নিয়োগ করছে সংস্থা। আর সেখানে ইঞ্জিনিয়ারিং পাশ না করলেও চলবে। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আগামী ২০ এপ্রিল আবেদনের শেষ তারিখ। অর্থাৎ হাতে খুব বেশি সময় নেই। ২০ তারিখের মধ্যে আবেদন করতে হবে। সংস্থার নিয়োগ সংক্রান্ত যে টিম রয়েছে, তারাই বাছাই করবে, কাদের নিয়োগ করা হবে। তবে এখনও ইন্টারভিউ-র সময় বা দিনক্ষণ ঘোষণা করা হয়নি সংস্থার তরফে। কোনও সমস্যা হলে ১৮০০ ২০৯ ৩১১১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
কী ভাবে আবেদন করবেন?
১. সংস্থার ওয়েবসাইট (TCS NextStep portal)-এ আবেদন পত্রের জন্য রেজিস্টার করতে হবে। সেখানে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য দিতে হবে। আবেদন পত্র গৃহীত হয়েছে কি না, তা সেখানেই বোঝা যাবে। এরপর প্রার্থীকে সিটি বা ডিটি আইডি দেওয়া হবে পরের ধাপগুলোর জন্য।
২. দ্বিতীয় ধাপে সিটি বা ডিটি আইডি দিয়ে আপডেট করতে হবে ওই আবেদন পত্র। যদি সিটি বা ডিটি আইডি আগে থেকে থাকে, তাহলে সরসারি ওয়েবসাইটে ফর্ম পূরণ করা যাবে। আর নতুন লগ ইন করে থাকলে রেজিস্টার নাউ অপশনে গিয়ে আইটি বিভাগ বেছে নিতে হবে।
৩. যা যা তথ্য প্রয়োজন, সব দিতে হবে। এরপর শেষ ধাপে apply অপশনে ক্লিক করতে হবে।
একজন প্রার্থী একাধিকবার আবেদন করতে পারবেন না।
কারা আবেদন করতে পারবেন?
অঙ্ক, সংখ্যাতত্ত্ব ও অর্থনীতিতে এমএ বা এমএসসি পাশ করলে এই চাকরির জন্য আবেদন করা যাবে। সংস্থার ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, যাঁদের মধ্যে নতুন কিছু করার প্রবণতা রয়েছে, তাঁদেরকেই এই চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।