Madhyamik Result 2023: শুক্রবার মাধ্যমিকের ফল, কীভাবে দেখবেন অনলাইনে, জেনে নিন স্টেপ-বাই-স্টেপ প্রসেস
Madhyamik Result 2023: শুক্রবারই (১৯ মে) মাধ্যমিকের ফল প্রকাশ। সকাল ১০টায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে ফলাফল প্রকাশ করা হবে। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর দুপুর ১২টা থেকে অনলাইনে তা উপলব্ধ করা হবে। কীভাবে অনলাইনে দেখবেন সেই ফল, জেনে নিন স্টেপ বাই স্টেপ প্রসেস।
কলকাতা: শুক্রবার (১৯ মে) মাধ্যমিকের ফল প্রকাশ। সকাল ১০টায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে ফলাফল প্রকাশ করা হবে। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর দুপুর ১২টা থেকে অনলাইনে তা উপলব্ধ করা হবে। দুপুর ১২টার পর থেকে বোর্ডের সরকারি ওয়েবসাইট https://wbbse.wb.gov.in/ -এ লগ ইন করে নিজেদের ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। চলতি বছরে ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, ৪ মার্চ পর্যন্ত চলেছে পরীক্ষা। সব মিলিয়ে ৬,৯৮,৬২৮ জন ছাত্রছাত্রী এবার ক্লাস টেনের এই বোর্ড পরীক্ষা দিয়েছেন। ২,৮৬৭ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিচালিত হয়েছে। খাতা দেখার জন্য মোট ৪১,০০০ পরীক্ষক এবং ১,১৫৩ জন মুখ্য পরীক্ষককে কাজে লাগানো হয়েছে। বোর্ড আগেই জানিয়েছে, সমস্ত উত্তরপত্রই যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে। ফলাফল নিয়ে কোনও ছাত্রছাত্রীর অভিযোগ থাকলে, তার সমাধানের জন্য তারা বোর্ডের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাবেন।
কীভাবে অনলাইনে ফল দেখবেন?
– প্রথমে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের সরকারি ওয়েবসাইট, https://wbbse.wb.gov.in/ কিংবা wbresults.nic.in-এ
– সেখানে গিয়ে ‘মাধ্যমিক পরীক্ষা ২০২৩ রেজাল্ট’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে
– রোল নম্বর, জন্ম তারিখ-সহ প্রয়োজনীয় বিবরণ দিন
– এরপর ‘সাবমিট’-এ ক্লিক করুন
– তাহলেই স্ক্রিনে আপনার মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর ফল দেখানো হবে
-পরবর্তীকালে ব্যবহারের জন্য ফলের একটি প্রিন্টআউট কিংবা স্ক্রিনশট নিয়ে রাখুন
ফলাফলের পুনর্মূল্যায়ন
আগেই বলা হয়েছে, যদি কোনও শিক্ষার্থী তাঁর নম্বর বা ফল নিয়ে খুশি না হন, তাহলে ফলাফলের পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারেন তিনি। এর জন্য ফল প্রকাশে পর ওই শিক্ষার্থীকে তাঁর নিজ স্কুলের মাধ্যমেই পুনর্মূল্যায়নের আবেদনপত্র পূরণ করতে হবে। শেষ তারিখের আগে প্রয়োজনীয় আবেদন মূল্য-সহ সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে ফর্মটি জমা দিতে হবে। ফলাফল ঘোষণার পরই পুনর্মূল্যায়নের আবেদনের শেষ তারিখ জানানো হবে। পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে ২০২৩ সালের জুনে।
কম্পার্টমেন্ট পরীক্ষা
একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হলে শিক্ষার্থীরা কম্পার্টমেন্ট পরীক্ষায় অংশ নিতে পারবেন। ফলাফল প্রকাশের পর কম্পার্টমেন্ট পরীক্ষার সূচি প্রকাশ করা হবে৷ শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলের মাধ্যমে কম্পার্টমেন্ট পরীক্ষার ফর্ম পূরণ করতে হবে। কম্পার্টমেন্ট পরীক্ষার আবেদনের মূল্যও স্কুল কর্তৃপক্ষকে দিতে হবে। কম্পার্টমেন্ট পরীক্ষা হবে জুন মাসে, আর তার ফল প্রকাশ করা হবে জুলাই মাসে।