Kolkata municipal corporation election 2021: মেঝেতে লুটোচ্ছে ইভিএম, বিজেপি এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ ২২ নম্বর ওয়ার্ডে
Kolkata municipal corporation election 2021: তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিরোধী এজেন্টকে অন্যত্র তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছে বলে অভিযোগ।
কলকাতা: রবিবাসরীয় নির্বাচনে (Kolkata Municipal Corporation Election 2021) দিনভর দফায় দফায় উত্তপ্ত কলকাতা। বিরোধীদের এজেন্টরা বিভিন্ন বুথে বসতে পারছেন না বলে সকাল থেকেই অভিযোগ উঠছিল। ঘড়ির কাঁটা গড়াতে, সেই অভিযোগের পাহাড় আরও বেড়েছে। আজ দুপুরে কলকাতা পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডে (Kolkata Municipal Corporation, Ward No 22) ফের আক্রান্ত বিজেপির পোলিং এজেন্ট (BJP Polling Agent)। সিআইটি পার্ক পোলিং স্টেশনের বিজেপি প্রার্থীর এজেন্টকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিরোধী এজেন্টকে অন্যত্র তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছে বলে অভিযোগ।
পুলিশের সামনেই বিরোধী এজেন্টকে মারধরের অভিযোগ
বিরোধী শিবিরের অভিযোগ, ২২ নম্বর ওয়ার্ডের সিআইটি পার্ক পোলিং স্টেশনে বহিরাগত কিছু দুষ্কৃতী এসে তাণ্ডব চালিয়েছে। পুলিশের সামনেই বিরোধী এজেন্টকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধী শিবির। যে ভিডিয়োটি প্রকাশ্য়ে এসেছে, তাতে দেখা যাচ্ছে রক্তাক্ত মেঝে। মেঝেতে একাধিক জায়গায় রক্তের ছিটে। গোটা বুথে যে তাণ্ডব চালানো হয়েছে, তা ভিডিয়ো দেখেই স্পষ্ট। দেখা যাচ্ছে, বুথের ভিতরে মেঝেতে লুটোচ্ছে ইভিএম মেশিন। বুথের ভিতরের টেবিল, চেয়ার তছনছ অবস্থায় পড়ে রয়েছে। পুলিশ কার্যত নিরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ এনেছে রাজ্যের বিরোধী শিবির।
ভোটের কলকাতায় চেনা ছবি
আজ কলকাতার পুরভোট সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে। পুলিশ কমিশনার সৌমেন মিত্রর শনিবার রাতের পরিদর্শন, রাজ্য নির্বাচন কমিশনের বার বার আশ্বাস থাকার পরেও ভোটের দিন সকাল থেকেই চেনা ছবি কলকাতায়। রক্ত ঝড়েছে, বোমা ফেটেছে। একাধিক জায়গায় বিরোধীদের এজেন্ট বসতে না পারার অভিযোগ উঠেছে। বিভিন্ন বুথে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হলেও বহু জায়গায় তা অকেজো করে রাখা হয়েছে বলেও সকাল থেকে অভিযোগ উঠে আসছিল। যদিও জেলাশাসক বলছেন, প্রিসাইডিং অফিসাররা সকাল থেকেই খতিয়ে দেখেছেন ক্যামেরা।