Calcutta HC On Central Force: বিধানগর ভোটে কি কেন্দ্রীয় বাহিনী? আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ কমিশনকে
Calcutta HC On Central Force: বাহিনী নিয়ে চিন্তাভাবনা পুনর্বিবেচনা করার নির্দেশ দিল হাইকোর্ট। একদিনে ভোটগণনা সম্ভব কিনা, তা নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাইকোর্টের।
কলকাতা: বাহিনী নিয়ে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক। ১২ ঘণ্টার মধ্যে বৈঠক করবে নির্বাচন কমিশন। কমিশনের বৈঠকে থাকবেন স্বরাষ্ট্রসচিব, ডিজি। বাহিনী নিয়ে চিন্তাভাবনা পুনর্বিবেচনা করার নির্দেশ দিল হাইকোর্ট। একদিনে ভোটগণনা সম্ভব কিনা, তা নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাইকোর্টের।
আদালতের এই রায়ে কিছুটা হলেও স্বস্তি মামলাকারীর। বিজেপি বারবার বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করেছিল। এমনকি ৯ ফেব্রুয়ারি, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও বিজেপি কমিশনের কাছে গিয়ে দরবার করেছিল, যেভাবে প্রার্থীরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন, বিধাননগরে বোমাবাজি হচ্ছে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে। বৃহস্পতিবার আদালত পরিষ্কার ভাবে নির্দেশ দিয়েছে, ১২ ঘণ্টার মধ্যে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজি বিধাননগরের সিপির সঙ্গে কথা বলবেন। বিধাননগরের বর্তমান পরিস্থিতি কী রকম রয়েছে, তা পর্যালোচনা করে দেখা হবে।
বৈঠকের পর যদি আধিকারিকরা মনে করেন, বিধাননগরে পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে, তাহলে কেন্দ্রের সঙ্গে কথা বলা হবে। কেন্দ্রও এই মামলায় এক পক্ষ ছিল। কেন্দ্রের পক্ষ থেকে সলিসেটর জেনারেল জানিয়ে দিয়েছিলেন, যদি প্রয়োজন হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনী দিতে আপত্তি নেই। সেক্ষেত্রে কমিশনকে জানাতে হবে কেন্দ্রীয় বাহিনী দেওয়া যায় কিনা।
যদি কমিশন পর্যালোচনার পর মনে করে, যে বিধাননগরের যা পরিস্থিতি, তা পর্যাপ্ত পুলিশ দিয়ে ভোট শান্তিপূর্ণ ও অবাধে করানো যাবে, তাহলে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে না। কিন্তু এক্ষেত্রে ভোটের দিন যদি অপ্রীতিকর কোনও পরিস্থিতি তৈরি হয়, তাহলে ব্যক্তিগতভাবে কমিশনার দায়ী থাকবেন বলেও হাইকোর্ট স্পষ্ট করে দেয়। যাবতীয় ঘটনার জন্য দায়বদ্ধ থাকবে কমিশন, কমিশনারকে প্রশ্নের উত্তর দিতে হবে।
দ্বিতীয়ত এই মামলার আরও একটি গুরুত্বপূর্ণ দিক, যেখানে মামলাকারীরা দাবি করেছিলেন, ১০৮টি পুরসভা ও এই চারটি পুরসভা গণনার দিন এক করতে হবে। ১২ তারিখ পুরসভা ভোটের গণনার দিন ধার্য হয়েছে ১৪ তারিখ। ১০৮টা পুরসভার ভোট রয়েছে ২৭ তারিখ। সেক্ষেত্রে গণনার দিন এখনও স্থির হয়নি। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব মনে করছেন, গণনার দিন ঠিক করা যায় কিনা, সেটা ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে। বিশ্লেষকরা বলছেন, আদালত একটি স্পষ্ট ইঙ্গিত দিতে চাইল, একসঙ্গে গণনা সম্ভব কিনা, সে সিদ্ধান্ত নেওয়ার দায় কমিশনেরই। বিবেচনা করে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হোক।
আদালতের নির্দেশ তাই মুখ্যসচিবের সঙ্গে কথা বলবে কমিশন। বৃহস্পতিবার বিকেলেই বৈঠক করার সম্ভাবনা রয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেবে কমিশন, বিধাননগরে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা