Goa Assembly Elections: গোয়ায় ভোটের আগে কাদা ছোড়াছুড়ি! স্টিং-কাণ্ডে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ বিরোধীদের
Goa Assembly Election 2022: এক সংবাদ মাধ্যমে দেখানো স্টিং অপারেশেনের ফুটেজ ঘিরে তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি রবিবার একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এই ভিডিয়োকে ঘিরে অভিযোগ, কয়েকজন প্রার্থী টাকার বিনিময়ে ভোটের পর দল বদলানোর কথা বলছেন।

নয়াদিল্লি: গোয়াতে বিধানসভা নির্বাচনের (Goa Assembly Election 2022) ঠিক আগেই বিরোধী দলগুলির মধ্যে দূরত্ব আরও বাড়ছে। এক সংবাদ মাধ্যমে দেখানো স্টিং অপারেশেনের ফুটেজ ঘিরে তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি রবিবার একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সংবাদ সংস্থা পিটিআই উল্লেখ করেছে, ওই চ্যানেলটিতে একটি ভিডিয়ো সম্প্রচারিত হয়, যাতে অভিযোগ করা হয় যে ১৪ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনে জয়ী হলে এক তৃণমূল এবং তিনজন কংগ্রেস প্রার্থী তাদের দলীয় আনুগত্য বদল করার জন্য টাকা নিচ্ছেন। আম আদমি পার্টির পানাজির প্রার্থী বাল্মিকি নায়েক বলেছেন, তাঁর দল ভিডিওটির বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করার জন্য রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছেন। আম আদমি পার্টির গোয়া ডেস্ক ইনচার্জ অতিশিও রবিবার তা আরও স্পষ্ট করেছেন। তিনি বলেন, “আমরা দাবি করছি যে নির্বাচনের পরে দল পরিবর্তন করার বিষয়ে স্টিং ভিডিয়োর ভিত্তিতে ওই প্রার্থীদের প্রার্থীপদ অবিলম্বে খারিজ করতে হবে”।
তৃণমূলের বেনাউলিম প্রার্থী চার্চিল আলেমাওকে দেখা গিয়েছে ওই ভিডিয়ো। তাঁর বিরুদ্ধেও ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন তিনিও। সেখানে তিনি অনুরোধ করেছেন যাতে ফুটেজটি সমস্ত প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হয় এবং সেইসঙ্গে আম আদমি পার্টি এবং ওই টিভি চ্যানেলের বিরুদ্ধে এফআইআর করা হোক। আলেমাও অভিযোগ করেছেন যে আম আদমি পার্টি, “সাইলেন্স পিরিয়ড” লঙ্ঘন করেছে। সোমবার গোয়ায় বিধানসভা নির্বাচন রয়েছে, আর তার আগেল প্রচার পর্ব নিবার সন্ধ্যার মধ্যে শেষ করার কথা ছিল।
যদিও আম আদমি পার্টির প্রার্থী নায়েক সেই সাইলেন্স পিরিয়ড লঙ্ঘন করার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, তিনি কোনও ধরনের প্রচার কর্মসূচিতে জড়িত ছিলেন না। এদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব আবার নায়েক এবং আম আদমি পার্টির দিল্লির বিধায়ক ,অতীশির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তৃণমূল সাংসদের বক্তব্য, আম আদমি পার্টির একটি টুইট থেকে আপত্তিকর ভিডিয়ো মুছে ফেলতে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এটি সম্পর্কে পোস্টগুলি মুছে ফেলতে হবে।
ইতিমধ্যে কংগ্রেসও আবার ভিডিওটিকে “ভুয়ো” বলে অভিযোগ করেছে। এদিকে গোয়ার মুখ্য নির্বাচনী আধিকারিক অবশ্য বলেছেন, এই বিষয়গুলি নিয়ে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তদন্ত করা হবে। উল্লেখ্য, ওই নিউজ চ্যানেলের ইউটিউবে আপলোড করা ভিডিওটি ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। লিঙ্কটিতে প্রদর্শিত নোটিশ অনুসারে, “সরকারের কাছ থেকে আইনি অভিযোগের কারণে” ফুটেজটি সরানো হয়েছে।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা





