Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gujarat Assembly Election: কংগ্রেসের ভরাডুবির মধ্যেও ভাড়গ্রাম থেকে ফের জয়ী জিগনেশ

| Edited By: | Updated on: Dec 08, 2022 | 6:42 PM
গুজরাটে কংগ্রেসের সর্বকালের সবথেকে খারাপ ফলের মধ্যেও ফের একবার ভাড়গ্রাম আসন থেকে জয়ী হলেন গুজরাট কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি জিগনেশ মেভানি।

গুজরাটে কংগ্রেসের সর্বকালের সবথেকে খারাপ ফলের মধ্যেও ফের একবার ভাড়গ্রাম আসন থেকে জয়ী হলেন গুজরাট কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি জিগনেশ মেভানি।

1 / 6
গণনা চলাকালীন হাড্ডাহাড্ডি লড়াই চলছিল জিগনেশ এবং বিজেপি প্রার্থী মণিভাই জেঠাভাই বাঘেলাকে। একেক রাউন্ডে গণনায় একবার জিগনেশ, একবার মণিভাই এগিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত মাত্র ৩৮৫৭ ভোটে জিগনেশ পরাস্ত করেন মণিভাইকে।

গণনা চলাকালীন হাড্ডাহাড্ডি লড়াই চলছিল জিগনেশ এবং বিজেপি প্রার্থী মণিভাই জেঠাভাই বাঘেলাকে। একেক রাউন্ডে গণনায় একবার জিগনেশ, একবার মণিভাই এগিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত মাত্র ৩৮৫৭ ভোটে জিগনেশ পরাস্ত করেন মণিভাইকে।

2 / 6
জিগনেশ পেয়েছেন ৯২,৫৬৭ ভোট। বিজেপির মণিভাই পেয়েছেন ৮৮৭১০ ভোট। তৃতীয় প্রার্থী আপের দলপতভাই দাহিয়াভাই ভাটিয়া পেয়েছেন মাত্র ৪৩১৫ ভোট।

জিগনেশ পেয়েছেন ৯২,৫৬৭ ভোট। বিজেপির মণিভাই পেয়েছেন ৮৮৭১০ ভোট। তৃতীয় প্রার্থী আপের দলপতভাই দাহিয়াভাই ভাটিয়া পেয়েছেন মাত্র ৪৩১৫ ভোট।

3 / 6
২০১৭ সালের গুজরাট নির্বাচনে ভাড়গ্রাম আসন থেকেই জয়ী হয়েছিলেন জিগনেশ। সেইবার অবশ্য তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কংগ্রেস তাঁর বিরুদ্ধে কোনও প্রার্থী দেয়নি। পরে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন।

২০১৭ সালের গুজরাট নির্বাচনে ভাড়গ্রাম আসন থেকেই জয়ী হয়েছিলেন জিগনেশ। সেইবার অবশ্য তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কংগ্রেস তাঁর বিরুদ্ধে কোনও প্রার্থী দেয়নি। পরে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন।

4 / 6
গুজরাটের শক্তিশালী এই দলিত নেতা, রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের আহ্বায়কও বটে। ভাড়গ্রাম আসনটি দলিতদের জন্য সংরক্ষিত ছিল।

গুজরাটের শক্তিশালী এই দলিত নেতা, রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের আহ্বায়কও বটে। ভাড়গ্রাম আসনটি দলিতদের জন্য সংরক্ষিত ছিল।

5 / 6
পেশায় আইনজীবী জিগনেশ মেভানি একসময় সাংবাদিকতাও করেছেন। চলতি বছরের শুরুতে গুজরাটের কংগ্রেস প্রেসিডেন্ট হার্দিক প্যাটেল দল ছেড়ে যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। তারপর জিগনেশকেই দলের দায়িত্ব দেওয়া হয়েছিল।

পেশায় আইনজীবী জিগনেশ মেভানি একসময় সাংবাদিকতাও করেছেন। চলতি বছরের শুরুতে গুজরাটের কংগ্রেস প্রেসিডেন্ট হার্দিক প্যাটেল দল ছেড়ে যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। তারপর জিগনেশকেই দলের দায়িত্ব দেওয়া হয়েছিল।

6 / 6
Follow Us: