Karnataka Election Result 2023: ‘মোদী পদবি’ নিয়ে মন্তব্য এখানেই প্রথম করেছিলেন রাহুল, সেই কোলার গেল ‘হাতের’ মুঠোয়

Kolar Result: কর্নাটকের কোলার বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছিল কোথুর জি মঞ্জুনাথকে। এখানে জেডি(এস) প্রার্থী করেছিল সিএমআর শ্রীনাথকে। বিজেপি প্রার্থী করে ভার্থুর প্রকাশকে। এই কেন্দ্রেই ৩০ হাজার ৭৬১ ভোটে জেডি(এস) প্রার্থীকে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী মঞ্জুনাথ।

Karnataka Election Result 2023: ‘মোদী পদবি’ নিয়ে মন্তব্য এখানেই প্রথম করেছিলেন রাহুল, সেই কোলার গেল ‘হাতের’ মুঠোয়
রাহুল গান্ধী। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2023 | 10:17 PM

কোলার: বিজেপি, জেডি(এস)-কে পিছনে ফেলে কর্নাটকের ক্ষমতা দখল করেছে কংগ্রেস। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে এই দক্ষিণ ভারতের এই রাজ্যে ক্ষমতাদখল অক্সিজেন জোগাবে দেশের সবথেকে প্রাচীন দলকে। কর্নাটক বিধানসভা নির্বাচনে সবার নজর ছিল কোলারের দিকে। কর্নাটকের এই শহর নজরে ছিল হেভিওয়েট প্রার্থীদের বিচারে নয়। বিতর্কের কারণে। ২০১৯ সালে এই কোলারে দাঁড়িয়েই মোদী পদবি নিয়ে মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যা নিয়ে মামলা হয় আদালতে। এবং আদালতের বিচারে দোষী সাব্যস্ত হন রাহুল। এর পর তাঁর সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পিকার। সেই বিধানসভা কেন্দ্রে জয় পেল কংগ্রেস। জেডি(এস) প্রার্থীকে ৩০ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী।

কর্নাটকের কোলার বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছিল কোথুর জি মঞ্জুনাথকে। এখানে জেডি(এস) প্রার্থী করেছিল সিএমআর শ্রীনাথকে। বিজেপি প্রার্থী করে ভার্থুর প্রকাশকে। ভার্থুর এর আগে নির্দল হিসাবে ২ বার বিধায়ক হয়েছিলেন। এই কেন্দ্রেই ৩০ হাজার ৭৬১ ভোটে জেডি(এস) প্রার্থীকে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী মঞ্জুনাথ। ২০১৮ সালে এই কেন্দ্র ছিল জেডি(এস)-এর দখলে। জেডি(এস) প্রার্থী কে শ্রীনিবাস গৌড়া জিতেছিলেন ওই কেন্দ্রে। কিন্তু কংগ্রেস ছিনিয়ে নিল সেই আসন।

এই কোলারেই এক জনসভা থেকে ২০১৯ সালের লোকসভার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। এখানেই প্রথম তিনি মোদী পদবি নিয়ে সেই কথা বলেছিলেন যা নিয়ে আদালতের শাস্তির মুখে পড়তে হয়েছিল তাঁকে। খোয়াতে হয়েছে সাংসদ পদ। যদিও এ সবের পরও এ বছর এপ্রিল মাসে সেখানে জনসভা করেছেন রাহুল গান্ধী। সেই কেন্দ্রও এ বার ‘হাতের’ মুঠোয় রাখল মল্লিকার্জুন খাড়্গের নেতৃত্বাধীন কংগ্রেস।