Municipal Elections 2022: এক রাত ধরে কোনও খোঁজ নেই, ‘অপহৃত’ বাম প্রার্থী!
CPIM on TMC: প্রার্থী অঙ্কুর চক্রবর্তী, যিনি ১৪ নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়ে ছিলেন তাঁকে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁকে অপহরণ করার অভিযোগও তোলা হয়েছে। অঙ্কুর বাবুর ফোনেও কোন প্রকার যোগাযোগ করা যাচ্ছে না, বাড়িতে তালা মারা।
দক্ষিণ ২৪ পরগনা: রাত থেকেই খোঁজ মিলছে না বাম প্রার্থীর। অভিযোগ, তাঁকে অপহরণ করা হয়েছে। সিপিএম জেলা সম্পাদক শমীক লাহিড়ীর অভিযোগ করছেন বজবজ পৌরসভার বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী (CPIM Candidate) অঙ্কুর চক্রবর্তী, যিনি ১৪ নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়ে ছিলেন তাঁকে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁকে অপহরণ করার অভিযোগও তোলা হয়েছে। অঙ্কুর বাবুর ফোনেও কোন প্রকার যোগাযোগ করা যাচ্ছে না, বাড়িতে তালা মারা। অভিযোগের তীর শাসক দলের দিকে।
বাম শিবিরের অভিযোগ, অঙ্কুরকে অপহরণ করা হয়েছে। এর নেপথ্যে রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারাই অঙ্কুরকে অপহরণ করে তুলে নিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে ফিরে আসেন অঙ্কুর। তাঁকে ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তবে এ ব্যাপারে ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৌশিক রায় জানান, এই ঘটনার সঙ্গে তিনি নিজে বা তার দল কোনোভাবেই যুক্ত নয়। যদি অপহরণ হয়ে থাকে তবে কেন পুলিশে অভিযোগ করা হচ্ছে না সে প্রসঙ্গও উত্থাপন করেন তিনি। তৃণমূলকে বদনাম করার উদ্দেশ্যেই এই ধরনের কথা বলা হচ্ছে। মানুষের সহানুভূতি আদায় করতে এই কীর্তি এমনটাই দাবি তৃণমূলের।
ওই বাম প্রার্থী নিজেই বলেছেন, “আমি দলের কাজ সেরেই রাতে বাড়ি ফিরছিলাম। সেইসময় আমায় রাস্তা থেকে তুলে নিয়ে যায় ওরা। যাতে মনোননয়ন প্রত্যাহার করে নিই সেজন্য চাপ দেয়। যা হল আমি মনোননয়ন জমা দিতে পারিনি। আজ সকালে ছেড়ে দিয়েছে। এ রাজ্যে কোনও গণতন্ত্র নেই। জোচ্চুরি করে ক্ষমতা দখলের চেষ্টা।”
বস্তুত, বুধবার ছিল পুরভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কার্যত ওইদিন দেখা যায়, সকাল থেকে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে নাটক চরমে পৌঁছয় রাজ্যের বিভিন্ন জায়গায়। কোথাও কোথাও অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। কোথাও বিরোধীরা মনোনয়ন জমা দিতেই পারেননি, কোথাও বিরোধী ছিলই না। কোথাও বা চোখের জলে-নাকের জলে হয়ে মনোনয়ন জমা দিয়েছেন কেউ কেউ। প্রত্যেক ক্ষেত্রেই শাসক শিবিরের দিকেই আঙুল উঠেছে। অনেকেই পুরভোটে পঞ্চায়েত নির্বাচনের ছাপ দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় একাধিক পুরসভা দখল করেছে তৃণমূল।
বস্তুত, বজবজ পুরসভার নিরঙ্কুশ দখল তৃণমূলের হাতে। বিরোধীরা ১৩ টি ওয়ার্ডে কোনও প্রার্থী দিতে পারেনি। ম্যাজিক ফিগার পার করে যাওয়ায় পুরসভার দখল নিয়েছে তৃণমূল। আর তারপরেই বাম প্রার্থী অঙ্কুর চক্রবর্তীকে ছেড়ে দেওয়া হয়।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা