Municipal Elections 2022: হোয়াটস্যাপ কল করে নির্দল প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের ‘হুমকি’!

Jalpaiguri: নির্দল প্রার্থী গোটা বিষয়টিকে একটি ফেসবুক লাইভে তুলে ধরেছেন। সেই ভিডিও লিংক এখন ভাইরাল হয়ে জলপাইগুড়ির বাসিন্দাদের মোবাইলে ঘুরে বেড়াচ্ছে।

Municipal Elections 2022: হোয়াটস্যাপ কল করে নির্দল প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের 'হুমকি'!
নির্দল প্রার্থী, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2022 | 2:35 PM

জলপাইগুড়ি: হোয়াটস্যাপ কল করে  নির্দল প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। মনোনয়ন পর্ব মিটতেই এবার নির্দল প্রার্থীকে মনোনয়ন পত্র প্রত্যাহার করার অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পৌরসভার ২১ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী নব্যেন্দু মৌলিকের সঙ্গে।

এই ঘটনা ঘটার পর নির্দল প্রার্থী গোটা বিষয়টিকে একটি ফেসবুক লাইভে তুলে ধরেছেন। সেই ভিডিও লিংক এখন ভাইরাল হয়ে জলপাইগুড়ির বাসিন্দাদের মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। নব্যেন্দু মৌলিক একটি  স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত। তার সুবাদে জেলার বিভিন্ন প্রান্তে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন। তিনি এবার ২১ নং ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী হবেন এই নিয়ে গত কয়েকমাস ধরে জলপাইগুড়ি শহরে গুঞ্জন ছিল।

কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হবার পর দেখা যায় তৃণমূল দল থেকে তাঁকে টিকিট দেওয়া হয়নি। এলাকার মানুষের চাহিদায় তিনি এবারের পৌর নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। এতেই শাসক দলের একটা অংশ তার উপর রুষ্ট হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারনা।

নবেন্দু মৌলিকের অভিযোগ তাঁকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। তাঁকে আইনি জটিলতায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু তাতে তিনি ভীত নন। এলাকার বাসিন্দাদের সহযোগিতায় তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। সুতরাং  প্রার্থী পদ প্রত্যাহার করবেন না। তিনি আরও অভিযোগ করেন যেহেতু তিনি কোনও রাজনৈতিক দলের প্রার্থী নন তাই তাঁর নিজের গচ্ছিত সামান্য টাকা নিয়ে নির্বাচনের ময়দানে নেমেছেন। কিন্তু প্রচারের যাবতীয় ব্যবস্থা পণ্ড করে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন নব্যেন্দু।

ঘটনায় বিদায়ী পৌর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল জানিয়েছেন গোটা বিষয়ের কিছুই তিনি জানেন না। তাই এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না তাও জানিয়েছেন বিদায়ী পুরপ্রশাসক। বস্তুত, নির্দল প্রার্থী প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়, “দল সতর্ক করার পরেও যারা নির্দল হয়ে দাঁড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল। দলের সিদ্ধান্ত খুবই কড়া হবে৷ তবে যাঁরা নির্দল হিসাবে দাঁড়াচ্ছেন, তাঁরা নিজেদের ওজন বুঝে যাবেন। মমতা বন্দোপাধ্যায়ের ছবি সরে গেলে কী হয়?” এই পরিস্থিতিতে নির্দল প্রার্থীকে এভাবে হুমকির দেওয়ার ঘটনায় নতুন করে রাজনৈতিক সংঘর্ষ তৈরি হল এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা