KMC Election 2021: শান্তিপূর্ণ ভোট করাতে নিরাপত্তায় খামতি রাখতে চাইছে না কমিশন

Kolkata Municipal Corporation Election 2021: করোনা পরিস্থিতির কারণে মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রায় দেড় বছর পর পৌরভোট হচ্ছে কলকাতায়।

KMC Election 2021: শান্তিপূর্ণ ভোট করাতে নিরাপত্তায় খামতি রাখতে চাইছে না কমিশন
কলকাতা পৌরনিগমের নির্বাচন (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2021 | 8:15 PM

কলকাতা : রাত পোহালেই কলকাতায় পৌরভোট (Kolkata Municipal Corporation Election 2021)। ১৪৪ টি ওয়ার্ডের প্রায় ৪০ লাখ ৪৮ হাজার পৌরবাসী নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। করোনা পরিস্থিতির কারণে মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রায় দেড় বছর পর পৌরভোট হচ্ছে কলকাতায়। ভোটে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। পুলিশ-প্রশাসনের উপর তাই বাড়তি চ্যালেঞ্জ, শান্তিপূর্ণ ভোট করানো। রবিবার সকাল ৬ টায় শুরু হবে মক পোল।

পৌর নির্বাচনের আগে পুলিশি তৎপরতা

নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ রাখতে তৎপর পুলিশ। ভোটকেন্দ্রে যদি একটি বুথ থাকে, তাহলে নিরাপত্তার দায়িত্বে থাকবেন এক জন এএসআই, দুই জন কনস্টেবল ও একজন লাঠিধারী। ভোট কেন্দ্রে দুটি বুথ হলে এক জন এসআই, দুই জন সশস্ত্র পুলিশকর্মী এবং দুই জন লাঠিধারী পুলিশ থাকবেন নিরাপত্তার দায়িত্বে। ভোট কেন্দ্রে তিনটি বুথ হলে এক জন এসআই, এক জন এএসআই, দুই জন সশস্ত্র পুলিশ এবং তিন জন লাঠিধারী পুলিশ থাকবেন দায়িত্বে।

কোনও খামতি রাখতে চাইছেন না রাজ্য নির্বাচন কমিশন

নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখতে চাইছেন না রাজ্য নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে যদি ৪ টি বুথ থাকে তাহলে নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে এক জন এসআই, এক জন এএসআই, চার জন সশস্ত্র পুলিশকর্মী এবং চার জন লাঠিধারী পুলিশকর্মীকে। বুথের সংখ্যা পাঁচ হলে এসআই, এএসআই, সশস্ত্র পুলিশকর্মীর সংখ্যা একই থাকছে, তবে লাঠিধারী পুলিশ থাকছেন পাঁচ জন। একইরকমভাবে ৬ টি বুথ থাকে ৬ জন লাঠিধারী পুলিশ এবং সাতটি বুথ থাকলে সাত জন লাঠিধারী পুলিশকে মোতায়েন করা হচ্ছে।

আঁটসাঁট করা হচ্ছে পুলিশি ব্যবস্থা

ভোটগ্রহণ কেন্দ্রে আটটি বুথ থাকলে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হচ্ছে এক জন ইনস্পেক্টর পদাধিকারীকে। সেই সঙ্গে এক জন এসআই, দুই জন এএসআই, চার জন সশস্ত্র পুলিশকর্মী এবং আট জন লাঠিধারী পুলিশকর্মীকে। বুথের সংখ্যা নয় হলে, সেক্ষেত্রে একজন ইনস্পেক্টর পদাধিকারীর পাশাপাশি তিন জন এএসআই, চার জন সশস্ত্র পুলিশকর্মী এবং নয় জন লাঠিধারী পুলিশকর্মীকে। আবার ১০টি বুথ থাকলে এক জন ইনস্পেক্টর পদাধিকারীর সঙ্গে চার জন এএসআই, চার জন সশস্ত্র পুলিশকর্মী এবং দশ জন লাঠিধারী পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে।

কলকাতা পৌরনিগমের নির্বাচনের জন্য ৫০০ ফোর্স বাড়ানো হচ্ছে। কিছু ফোর্স পাঠানো হবে বুথে এবং কিছু ফোর্স এলাকায় এলাকায় টহল দেবে। উল্লেখ্য, কমিশন বিশেষ নজর দিয়েছে জিউইশ গার্লস স্কুলে। ৬৩ নম্বর ওয়ার্ডের এই স্কুলের একদিকে পার্ক স্ট্রিট, অন্যদিকে রয়েড স্ট্রিট।

আরও পড়ুন: Viral Video: ক্লাস চলাকালীন শিক্ষকের মাথায় ময়লা ভর্তি ডাস্টবিন চাপিয়ে দেওয়া হল, দেখুন কী হল তারপর…

আরও পড়ুন: Kolkata Municipal Corporation Election 2021: পুরনির্বাচনের আগেই কলকাতায় বোমাবাজি, বিস্ফোরক অভিযোগ প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোনের