Udayan-Malati: ‘বয়স হচ্ছে, শরীরে ক্যালসিয়াম কম, হাঁটু এমনিই ভেঙে যাবে’! ফের বেলাগাম উদয়ন
Coochbehar: ফের একবার হাঁটু ভাঙার প্রসঙ্গে বেলাগাম উদয়ন। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই কদর্য হয়ে উঠছে রাজনীতি। উদয়ন গুহর নিশানায় মালতি রাভা (Malati Rava Roy)। বললেন, "মালতি রাভার হাঁটু ভাঙতে হবে না । বয়স হচ্ছে। এমনিতেই শরীরে ক্যালসিয়াম কম। হাঁটু এমনিতেই ভেঙে যাবে।"
তুফানগঞ্জ : ফের একবার হাঁটু ভাঙার প্রসঙ্গে বেলাগাম উদয়ন (Udayan Guha)। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই কদর্য হয়ে উঠছে রাজনীতি। ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে তুফানগঞ্জে ছিলেন তৃণমূল নেতা উদয়ন গুহ। আর সেখানে নির্বাচনী সভা থেকে ফের একবার উদয়ন গুহর নিশানায় মালতি রাভা (Malati Rava Roy)। বললেন, “মালতি রাভার হাঁটু ভাঙতে হবে না । বয়স হচ্ছে। এমনিতেই শরীরে ক্যালসিয়াম কম। হাঁটু এমনিতেই ভেঙে যাবে।” একইসঙ্গে উদয়ন গুহর আগের দিনের মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলেও জানান তিনি। রবিবার তৃণমূল নেতা বলেন, তিনি মালতী দেবীর হাঁটু ভাঙবেন বলেননি। তাঁর বক্তব্য ছিল, বাংলা ভাগের দাবিতে যদি কেউ মিছিল করে তাহলে জনগণ তাদের হাঁটু ভেঙে দেবে।
উদয়ন গুহ বলেন, “কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন। কোচবিহারে একটি সভা ছিল। যতক্ষণ মুখ্যমন্ত্রী ছিলেন, ততক্ষণ সেখানে কারও যাওয়ার সাহস হয়নি। কিন্তু যেই মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে উঠে চলে গেলেন, তারপরই বিজেপি নেতারা একজন মন্ত্রী এবং বিজেপি বিধায়ক মালতী রাভা, তাঁরা ওই মঞ্চে উঠে বলেছেন কোচবিহার সহ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে। তাঁরা আলাদা রাজ্যের দাবি করেছেন। বাংলাকে তাঁরা আবার ভাগ করতে চান।”
সেই প্রসঙ্গ টেনে উদয়ন গুহ বলেন, “তাঁরা আবার এই বাংলাকে ভাগ করার চক্রান্ত করবে। তারা যদি এই পশ্চিমবঙ্গের বুকে, কিংবা কোচবিহারের বুকে আলাদা রাজ্যের দাবি, তাহলে জনগন তাদের হাঁটু ভেঙে দেবে। হাঁটু নিয়ে ঘরে ফিরতে পারবে না। সংবাদ মাধ্যম বলছে, মালতী রাভা নাকি বলেছেন, আমি ওনার হাঁটু ভাঙব। আমি ওনার হাঁটু কেন ভাঙব? প্রথম কথা উনি মহিলা। ওনার গায়ে আঘাত করা তো একজন পুরুষের পক্ষে শোভা পায় না। দ্বিতীয়ত, মালতী রাভা যেহেতু মহিলা এবং বয়স হচ্ছে, তাই তাঁর শরীর থেকে ক্যালসিয়াম কমে যাচ্ছে। আর ক্যালসিয়াম কমার ফলে হাঁটু তো এমনিই ব্যাথার চোটে সিড়ি ভাঙতে পারবে না, হাঁটতে পারবে না। আমার ভাঙতে হবে কেন! ও ক্যালসিয়ামের অভাবে ওর হাঁটু এমনিই বেঁকে যাবে। আমার ভাঙার দরকার হবে না।”
আরও পড়ুন : Russian-Ukraine Conflict : সীমান্তে ওত পেতে রুশ সেনা, ফের ভারতীয়দের ইউক্রেন ছাড়ার নির্দেশিকা জারি কেন্দ্রের