Uttar Pradesh Assembly Election 2022 : “মথুরাতে কৃষ্ণ মন্দির গড়ে দেখান…” নির্বাচনের আবহে অখিলেশকে চ্যালেঞ্জ বিজেপির
UP Polls : বিজেপি সপা প্রধান অখিলেশ যাদবের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। বলেছে, অখিলেশ ঘোষণা করুক তারা ক্ষমতায় আসলে মথুরায় কৃষ্ণ মন্দির বানাবে।
নয়া দিল্লি : শিয়রেই উত্তর প্রদেশ নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022)। জোরকদমে প্রস্তুতি চলছে রাজনৈতিক দলগুলোর। যতই নির্বাচন এগিয়ে আসছে তত বাড়ছে রাজনৈতিক চাপানউতর। এক পক্ষ আক্রমণ করছে আরেক পক্ষকে। আবার কখনও একটি রাজনৈতিক দল চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে অন্য এক বিরোধী দলের দিকে। সব মিলিয়ে ভোট আবহে সরগরম উত্তর প্রদেশ। সম্প্রতি সমাজবাদী পার্টি তরফে দাবি করা হয়েছে যে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছে তারা উত্তর প্রদেশে ক্ষমতায় আসলে অযোধ্যায় রাম মন্দির বানানোর কাজ বিজেপির আগে শেষ করা হবে। উত্তর প্রদেশে ভোট ব্যাঙ্কে রাম মন্দির একটি বড় বিষয় তা প্রায় সকলেরই জানা। সপার এই দাবির প্রত্যুত্তরে বিজেপি আবারা সপা প্রধান অখিলেশ যাদবের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। বিজেপি বলেছে অখিলেশ ঘোষণা করুক তারা ক্ষমতায় আসলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরাতে তারা একটি মন্দির প্রতিষ্ঠা করবে।
কার্যত এরকম চ্যালেঞ্জ ও পাল্টা চ্য়ালেঞ্জেরই আবহ তৈরি হয়েছে ভোটমুখী উত্তর প্রদেশে। অখিলেশকে “মন্দির বন্ধ করা” নিয়ে অমিত শাহের কটাক্ষের বিরোধিতায় আজ রাজ্যসভায় সরব হয়েছেন সপা সাংসদ রাম গোপাল যাদব। তিনি বলেছেন বিজেপি এই ধরনের আক্রমণ করছে উত্তর প্রদেশের মানুষকে ইঙ্গিত দিতে যে সপা শুধুমাত্র মুসলিমদের জন্য। তিনি রাজ্যসভায় বলেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী চিত্রকূটে বলেছিলেন যে অখিলেশ যাদব যতই চেষ্টা করুন না কেন, তিনি মন্দিরের কাজ বন্ধ করতে পারবেন না। কিন্তু মন্দিরের কাজ কে আটকাচ্ছে?” তিনি আরও বলেছেন, “আসলে এই লোকেরা মন্দির থেকে চুরি করছে। কিন্তু অখিলেশ যাদবের সরকার ক্ষমতায় এলে মন্দিরটি দ্রুত এবং উন্নত করা হবে।” তিনি বলেছেন, সমাজবাদী পার্টি ক্ষমতায় এলে মন্দিরের দান চুরি বন্ধ হবে।
মন্দির থেকে চুরির অভিযোগের সঙ্গে সঙ্গে সমাজবাদী পার্টির সাংসদ তাদের আগের অবস্থানের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। তাদের অভিযোগ ছিল যে স্থানীয় বিজেপি নেতা এবং অযোধ্যায় রাম মন্দির ট্রাস্টের কিছু সদস্যের যোগসাজশে একটি প্রতারণামূলক জমি চুক্তি হয়েছিল সেখানে। এর আগে সমাজবাদী পার্টি অভিযোগ করেছিল যে,রাম জন্মভূমি সাইটের পাশে অবস্থিত একটি সম্পত্তি বহুগুণে লেনদেন করা হয়েছিল এবং চুক্তি স্বাক্ষরিত হওয়ার কয়েক মিনিটের মধ্যে এর দাম ২ কোটি থেকে ১৮ কোটির উপরে চলে গিয়েছিল। যদিও মন্দিরের ট্রাস্ট এই অভিযোগ নাকচ করে দেয়।
তবে এরপর সপা সাংসদ অমিত শাহ ও যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অসংসদীয় বাক্য প্রয়োগের অভিযোগও তুলেছেন। রামগোপাল যাদব বলেছেন, “উচ্চ পদে বসে থাকা নেতারা যদি উত্তরপ্রদেশে দাঙ্গা করার চেষ্টা করেন তাহলে এটা খুবই উদ্বেগের বিষয়। প্রতিদিনই নেতারা সাহারানপুর এবং দেওবন্দে পৌঁছে হিংসাত্মক বক্তৃতা রাখেন।” এর পাল্টা জবাবে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শাণ্ডিল্য গিরিরাজ সিং বলেছেন, “জিন্নার প্রসঙ্গ কে তুলেছে? নির্বাচনী প্রচারে পাকিস্তানকে নিয়ে এসেছে অখিলেশ।” তিনিই অখিলেশের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মথুরাতে কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করার।
আরও পড়ুন : MK Stalin Letter : ‘সমতা’ প্রতিষ্ঠার ডাক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর, সাহায্য চেয়ে চিঠি ৩৭ বিরোধী নেতাদের