Priyanka Gandhi: কারও সঙ্গে জোট নয়, যোগী রাজ্যে ‘একাই চারশো’ প্রিয়ঙ্কা

Uttar Pradesh Congress: উত্তর প্রদেশের ভোটে ৪০৩ টি আসনের সবকটি আসনেই একাই লড়বে কংগ্রেস। তার মধ্যে ৪০ শতাংশ আসনে মহিলাদের প্রার্থী করার প্রতিশ্রুতি আগেই দিয়ে রেখেছিলেন প্রিয়ঙ্কা গান্ধী।

Priyanka Gandhi: কারও সঙ্গে জোট নয়, যোগী রাজ্যে 'একাই চারশো' প্রিয়ঙ্কা
উত্তর প্রদেশের নির্বাচনী কর্মসূচিতে প্রিয়াঙ্কা গান্ধী। ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2021 | 10:38 PM

বুলন্দশাহির (উত্তর প্রদেশ) : মাস খানেক বাদেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। আর তার আগে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে তৎপর প্রতিটি শিবির। আর যোগী রাজ্যে এবার কংগ্রেসের দায়িত্বে প্রিয়ঙ্কা গান্ধী। তিনি একেবারে একাই একশো। থুড়ি, একাই চারশো। যোগী গড়ে ৪০৭ টি আসনে একাই লড়বে কংগ্রেস। আর এই কংগ্রেসকে একেবার সামনের থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রিয়ঙ্কা। উত্তর প্রদেশে নিজেদের একলা চলো নীতির কথা ঘোষণা করে দিল কংগ্রেস। আজ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী জানিয়েছেন, আসন্ন নির্বাচনে কংগ্রেস কারও সঙ্গে জোট করবে না।

উত্তর প্রদেশের ভোটে ৪০৩ টি আসনের সবকটি আসনেই একাই লড়বে কংগ্রেস। তার মধ্যে ৪০ শতাংশ আসনে মহিলাদের প্রার্থী করার প্রতিশ্রুতি আগেই দিয়ে রেখেছিলেন প্রিয়ঙ্কা গান্ধী।

আজ উত্তর প্রদেশের বুলন্দশাহিরে ‘প্রতিজ্ঞা সম্মেলন – লক্ষ্য ২০২২’ সভা থেকে তিনি জানান আসন্ন নির্বাচনে একমাত্র কংগ্রেসের কর্মীরাই দলীয় টিকিটে লড়বে। বলেন, “আমরা শুধুমাত্র কংগ্রেসের কর্মীদেরই টিকিট দেব। যদি কংগ্রেসকে জিততেই হয়, তাহলে নিজের যোগ্যতাতেই জিতবে কংগ্রেস।”

সম্প্রতি বেশ কয়েকদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল, কংগ্রেস নেত্রী গোপনে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন। কিন্তু সেই সব জল্পনায় আজ প্রিয়ঙ্কা নিজেই জল ঢেলে দিলেন। জানিয়ে দিলেন, কংগ্রেস একাই লড়বে। তাঁর বক্তব্য, “কোভিড হোক বা অন্য কোনও সঙ্কট হোক, একমাত্র কংগ্রেস কর্মীরাই মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। উন্নাও, লখিমপুর, হাথরস… কোথাও কি সপা কিংবা বিএসপি লড়েছে? একমাত্র আমরা লড়েছি।”

প্রিয়ঙ্কা গান্ধী আরও বলেন, ভোটে জিততে হলে বুথ স্তর থেকে দলের সংগঠনকে শক্তিশালী করতে হবে। বুথ কমিটিগুলিকে আরও জোরদার করার জন্য দলীয় কর্মীদের আহ্বান জানান প্রিয়ঙ্কা গান্ধী। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় দলীয় কর্মীদের আরও অ্যাকটিভ হওয়ার জন্য বলেন তিনি। দলের সমস্ত কর্মসূচি সোশ্যাল মিডিয়াগুলিতে শেয়ার করার কথা বলেন প্রিয়ঙ্কা।

উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছিল কংগ্রেসের। ৪০৩ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭ টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছিল কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরীখেও উত্তর প্রদেশে কংগ্রেসের শক্তি একেবারে টলমল। আমেঠিতে রাহুল গান্ধী তাঁর নিজের লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরেছিলেন।

তবে সেসব এখন আর মনে রাখতে চাইছে না কংগ্রেস। বরং নতুন উদ্যমে দলকে ঢেলে সাজাতে উঠে পড়ে লেগেছেন প্রিয়ঙ্কা গান্ধী। সম্প্রতি একাধিক ইস্যুতে নারী, কৃষক এবং ধর্মীয় সংখ্যালঘুর জন্য সওয়াল তুলেছেন তিনি। সম্প্রতি যোগীর নিজের ঘাঁটি গোরখপুরে দাঁড়িয়ে প্রিয়ঙ্কা বলে এসেছিলেন, “”আমি মহিলাদের বলতে চাই যে আমি তাদের জন্য লড়াই করব, কংগ্রেস দল তাদের জন্য লড়বে।”

আরও পড়ুন : Air Pollution: দিল্লির পর এবার হরিয়ানারও চার জেলায় বন্ধ স্কুল, চালু ‘ওয়ার্ক ফ্রম হোম’