Purvanchal Expressway Inauguration: পাখির চোখ উত্তর প্রদেশ! দেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ের মেগা উদ্বোধনে নমো
PM Narendra Modi: পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনের সঙ্গে ভারতীয় বায়ু সেনার 'এয়ার শো' হবে।
লখনউ: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবারই উদ্বোধন হবে উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের (Purvanchal Expresssway)। ৩৪১ কিলোমিটার দীর্ঘ, ৬ লেনের এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটিই হবে ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে। সোমবারই এ নিয়ে টুইট করেন নরেন্দ্র মোদী।
টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘উত্তর প্রদেশের উন্নয়নে দিনটি বিশেষ। দুপুর দেড়টায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন হবে। উত্তর প্রদেশের আর্থিক ও সামাজিক বিকাশে এই প্রকল্পের বিশেষ ভূমিকা থাকবে।’
পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ৩১৪ কিলোমিটার। লখনউ জেলার চৌরসরাই গ্রাম থেকে শুরু হয়ে ৩১ নম্বর জাতীয় মহা সড়কে হায়দরিয়া গ্রামে গিয়ে এক্সপ্রেসওয়ে শেষ হবে। ছ’ লেন বিশিষ্ট এই এক্সপ্রেসওয়েটি ভবিষ্যতে ৮ লেন বিশিষ্ট করা যাবে। এই এক্সপ্রেসওয়ে নির্মাণ খাতে ব্যয় হয়েছে প্রায় ২২ হাজার ৫০০ কোটি টাকা। নবনির্মিত এই এক্সপ্রেসওয়ে পূর্ব উত্তর প্রদেশের একাধিক শহরকে যুক্ত করবে।
Tomorrow is a special day for Uttar Pradesh’s growth trajectory. At 1:30 PM, the Purvanchal Expressway will be inaugurated. This project brings with it multiple benefits for UP’s economic and social progress. https://t.co/7Vkh5P7hDe pic.twitter.com/W2nw38S9PQ
— Narendra Modi (@narendramodi) November 15, 2021
PM @narendramod to visit #UttarPradesh and inaugurate 341 Km #PurvanchalExpressway built at cost of 22,500 cr Rs. It will connect Lucknow with Ghazipur via Azamgarh & Mau. PM to also witness Airshow on the 3.2 km long airstrip constructed on the Expressway in Sultanpur district pic.twitter.com/h8b7Yr9Pjb
— DD News (@DDNewslive) November 16, 2021
#WATCH | IAF fighter aircrafts conduct trial run on airstrip ahead of Purvanchal Expressway inauguration, in Sultanpur
Prime Minister Narendra Modi will inaugurate the expressway on Nov 16. pic.twitter.com/x2rY7wk4LG
— ANI UP (@ANINewsUP) November 14, 2021
শহরগুলির মধ্যে রয়েছে – বারাবাঁকি, আমেথি, অযোধ্যা, সুলতানপুর, আজমগড়, ফৈজাবাদ, আম্বেদকর নগর, মউ এবং গাজিপুর। এই এক্সপ্রেসওয়ের ফলে পশ্চিমের নয়ডা থেকে পূর্বের গাজিপুর সহ উত্তর প্রদেশের একাধিক বড় ও ছোট শহরের সঙ্গে দিল্লির যোগাযোগ স্থাপনের সহজ পথ হবে। সূত্রের খবর, প্রাথমিক ভাবে ছ’ লেনের এই এক্সপ্রেসওয়ে চালু হলেও পরবর্তী কালে তা আট লেন করারও পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনের সঙ্গে ভারতীয় বায়ু সেনার ‘এয়ার শো’ হবে। পাঁচ যুদ্ধ বিমান যখন নামবে, তখন আকাশে দেখা যাবে তেরঙা। সুলতানপুরের কাছে এই সমারোহ হবে। অর্থাৎ পাঁচ যুদ্ধ বিমানের দাপটই বোঝাবে কতটা শক্তিশালী হতে ভারতের এই এক্সপ্রেসওয়ে।
আরও পড়ুন: Mumbai Fire: স্যামসংয়ের সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন! বড় বিপদ টললেও পকেট ফায়ারের সম্ভাবনা