Uttar Pradesh Assembly Election 2022: ‘রাজনীতিতে চ্যালেঞ্জ নিতেই হয়’, বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী প্রাক্তন রাজ্যপাল
Uttar Pradesh Assembly Polls 2022: উত্তরাখণ্ডের প্রাক্তন রাজ্যপাল এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান, রাজনীতিতে অংশ নিলে যে কোনও চ্যালেঞ্জ স্বীকার করার ক্ষমতা রাখতে হয়।
আগ্রা: উত্তর প্রদেশে শুরু হয়েছে ব্যালট যুদ্ধ (Uttar Pradesh Assembly Election 2022)। আজ প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। ১১টি জেলায় ৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। প্রথম দফাতেই ভাগ্য পরীক্ষা হবে একাধিক তারকা প্রার্থীর। তাদের মধ্যেই অন্যতম হলেন বেবী রানি মৌর্য্য (Baby Rani Mourya)। একসময়ে ছিলেন রাজ্যপাল, আজ তিনিই বিজেপি প্রার্থী (BJP Candidate) হিসাবে নির্বাচনে লড়ছেন। আগ্রা কেন্দ্রের প্রার্থী বেবী রানি মৌর্য্য বলেন, “আগ্রার ৯টি কেন্দ্রেই জয়লাভ করবে বিজেপি।”
উত্তরাখণ্ডের প্রাক্তন রাজ্যপাল এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান, রাজনীতিতে অংশ নিলে যে কোনও চ্যালেঞ্জ স্বীকার করার ক্ষমতা রাখতে হয়। এদিন সকালেই তিনি নিজের কেন্দ্রে ভোট দিতে যান। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, “আমি আত্মবিশ্বাসী যে সবকটি কেন্দ্রেই দল জয়লাভ করবে। গত বারও নির্বাচনে আগ্রার ৯টি কেন্দ্রেই জয়লাভ করেছিল। এইবারও আমরা ৯টি আসনেই জয়লাভ করব।”
২০১৭ সালের নির্বাচনে পশ্চিম উত্তর প্রদেশের ৫৮টি কেন্দ্রের ৯১ শতাংশ ভোটই পেয়েছিল বিজেপি। তবে এবার কৃষক আন্দোলন ও লখিমপুর খেরির ঘটনার জেরে বিজেপির ভোটবাক্সে কিছুটা প্রভাব পড়তে পারে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
তবে বিধানসভা নির্বাচনে বিজেপির একমাত্র লক্ষ্য উন্নয়নই, এমনটাই দাবী করেন বেবী রানি মৌর্য্য। গত সপ্তাহেই বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী অভিযোগ করেছিলেন যে বিজেপি রাজ্যের মহিলা ও দলিতদের উন্নয়নের স্বার্খে কিছুই করেনি। এদিন সকালে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে আগ্রার বিজেপি প্রার্থী বলেন, “বিজেপিই একমাত্র দল, যারা মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করেছে। বিজেপিই মায়াবতীকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হতে সাহায্য করেছিল। বিজেপি আমায় উত্তরাখণ্ডের রাজ্যপাল করেছিল। মহিলাদের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে বিজেপি যা করেছে, তা অন্য কোনও দলই করেনি।”