Yogi on UP: লক্ষ্য হিন্দু ভোট, নির্বাচনের আগের আবারও যোগীর মুখে ‘কবরস্থান’ প্রসঙ্গ
Cm Yogi Adityanath: সমাজবাদী পার্টির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও এদনি সরব হয়েছেন যোগী। তিনি বলেন, "শেষ ৫ বছর ওঁরা ক্ষমতায় নেই। তাসত্ত্বেও ওদের বাড়ি থেকে ২০০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
আগ্রা: আগামী বছরের শুরুতেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে দেশের সব থেকে বড় রাজ্যে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ৪০৩ আসনের বিধানসভা দখলে নিজেদের মতো করে রণকৌশল তৈরি করছে রাজনৈতিক দলগুলি। পাশাপাশি জনতার মনজয়ে একাধিক প্রতিশ্রুতিও দিচ্ছে রাজনৈতিক দলগুলি। প্রতিশ্রুতির পাশাপাশি চলছে রাজনৈতিক আক্রমণ ও পাল্টা আক্রমণ। এবার সমাজবাদী পার্টি সরকারকে আক্রমণ করতে গিয়ে ‘কবরস্থান’ প্রসঙ্গ টেনে আনলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ।
শনিবার যোগীর নিশানায় ছিল অখিলেশের সমাজবাদী সরকার। আদিত্যনাথের অভিযোগ, অখিলেশের সমাদবাদী সরকার গরীবের জন্য বরাদ্দ টাকা ‘কবরস্থান’ তৈরিতে খরচ করেছে। আগের সমাজবাদী সরকারকে আরও তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। যোগীর অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন সমাজবাদী পার্টি সাধারণ মানুষকে ‘লুঠ’ করেছে।
শনিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে তাঁর আদি গ্রাম বাতেশ্বরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে তিনি বলেন, “আগের সরকারের সময় গরীব মানুষের জন্য বরাদ্দ টাকা কবরস্থান তৈরি করার পিছনে নষ্ট করা হয়েছে। যাঁরা উর্দু ভাষা জানেই না তাদের উর্দু শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। কিন্তু সংস্কৃতের ছাত্র ও শিক্ষকদের জন্য কিছুই করা হয়নি। ভারতীয় জনতা পার্টিক সরকার, সংস্কৃত স্কুলগুলির বাড়তি যত্ন নিয়েছে।”
সমাজবাদী পার্টির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও এদনি সরব হয়েছেন যোগী। তিনি বলেন, “শেষ ৫ বছর ওঁরা ক্ষমতায় নেই। তাসত্ত্বেও ওদের বাড়ি থেকে ২০০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এক বিপুল টাকা কোথা থেকে এল? মনে হচ্ছে, তারা যখন ক্ষমতায় ছিল, তখনই এই টাকা লুট করে সযত্নে রেখে দেওয়া হয়েছিল।” সমাজবাদী পার্টিকে আক্রমণের পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে বাতেশ্বরে ২৩০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন যোগী আদিত্যনাথ। স্থানীয় বাসিন্দাদের যোগীর আশ্বাস, বাতেশ্বরের উন্নয়নের জন্য সব ধরনের চেষ্টা চালাবে রাজ্য সরকার। তিনি বলেন,
ভোটমুখী উত্তর প্রদেশে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচির উদ্বোধনের জন্য ঘনঘন গোবলয়ের রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন ঘটনা নিয়ে বারবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলেও বিজেপির শীর্ষ নেতৃত্ব তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে যোগী আদিত্যনাথের ওপরই আস্থা রাখছেন সেই কথা স্পষ্ট হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে দেশের সর্ববৃহৎ রাজ্যের জনগণ বিজেপি তথা যোগীর ওপর আস্থা রাখে কিনা সেটাই এখন দেখার।
আরও পড়ুন Weather Update: হাড় কাঁপুনি ঠাণ্ডা নয়, বছর শেষে উৎসবের আমেজে উপরি পাওনা মনোরম আবহাওয়া!