UP Assembly election: কুখ্যাত গ্যাংস্টারের সঙ্গে জেলে তিন ঘন্টা সময় কাটিয়েছেন যোগী আদিত্যনাথ?

Akhilesh Yadav: দেশের সবথেকে বড় রাজ্যে ৮০ টি লোকসভা আসন রয়েছে। তাই এবারের নির্বাচন জিতে বিজেপি ক্ষমতা ধরে রাখলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে অনেকটাই এগিয়ে থাকবে বিজেপি।

UP Assembly election: কুখ্যাত গ্যাংস্টারের সঙ্গে জেলে তিন ঘন্টা সময় কাটিয়েছেন যোগী আদিত্যনাথ?
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 30, 2022 | 6:37 PM

লখনউ: সামনেই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন (UP Assembly Election 2022)। নির্বাচনের আগেই নিজেদের মতো রণকৌশল তৈরি করেছে রাজনৈতিক দলগুলি। সাধারণভাবে মনে করা হচ্ছে এবারের উত্তর প্রদেশ নির্বাচনে বিজেপি সঙ্গে মূল লড়াই অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির। তাই ভোটের আগে বিজেপি অখিলেশকেই প্রধান নিশানা করছে। পাল্টা অখিলেশ জবাব দিচ্ছেন। সম্প্রতি যোগী সরকারের আমলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভূয়সী প্রশংসা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অখিলেশ যাদব নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি আবার রাজ্যে ক্ষমতায় এলে ‘গুন্ডারাজ’ শুরু হবে বলে সতর্ক করেছিলেন তিনি। এবার তার পাল্টা দিলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। লাল্লনটপ নামক একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন অখিলেশ।

অখিলেশের দাবি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এক কুখ্যাত গ্যাংস্টারের সঙ্গে জেলে গিয়ে দেখা করেছেন এবং তিনি সেখানে ৩ ঘণ্টা ছিলেন। অখিলেশ বলেন, “তিনি রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী যে জেলে গিয়ে গ্যাংস্টারের সঙ্গে তিন ঘন্টা থেকেছেন।” ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন শুরু হতে চলেছে। তার আগে অখিলেশের এই অভিযোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

“ভোটারদের মধ্যে বিজেপি একটা ধারণা তৈরি করতে চেষ্টা করছে যে আমরা গ্যাংস্টারদের সঙ্গে যুক্ত। কিন্তু আমার কোনও মাফিয়াদের সঙ্গে যোগাযোগ নেই। তবে যোগী আদিত্যনাথ কি তিনি দাবী করতে পারবেন?” অখিলেশের অভিযোগ যোগীর রাজত্বে ধনঞ্জয় সিং-এর মতন গুন্ডারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। “ধনঞ্জয় সিং, যার ওপর ২৫ হাজার টাকা পুরস্কার রয়েছে সে জৌনপুরে প্রকাশ্যে ক্রিকেট খেলছে। কীভাবে সরকার ও পুলিশের কাছে এই খবর নেই? সঞ্জয় চৌহান যখন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছিল তখন মাফিয়াদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছিল, এর সঙ্গে কি বিজেপি যুক্ত নেই?”

প্রসঙ্গত, এবারের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন বিজেপির কাছে ‘প্রেস্টিজ ফাইট’। কথায় আছে ‘দিল্লির রাস্তা উত্তর প্রদেশ হয়ে যায়’। দেশের সবথেকে বড় রাজ্যে ৮০ টি লোকসভা আসন রয়েছে। তাই এবারের নির্বাচন জিতে বিজেপি ক্ষমতা ধরে রাখলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে অনেকটাই এগিয়ে থাকবে বিজেপি। তাঁর ওপর বিজেপির সবথেকে বড় নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশ থেকেই নির্বাচিত সাংসদ। এই রাজ্যে ফল খারাপ হলে লোকসভা ভোটের আগে মোদীর ভাবমূর্তিতে ধাক্কা লাগতে পারে। এবার উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে কেমন ফল করে বিজেপি ও সমাজবাদী পার্টি, সেই দিকেই নজর থাকবে সকলের।

আরও পড়ুন: Punjab Assembly Election: সম্পত্তির পরিমাণ ঘোষণা করলেন নভজ্যোত সিধুর, ঘড়ির দাম শুনেই…