Uttar Pradesh Assembly 2022 : সামনেই বড় যুদ্ধ, মনোনয়ন পেশের পর প্রচারে জোর যোগীর

Yogi Adityanath : গতকাল গোরক্ষপুর আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন যোগী আদিত্যনাথ। আর আজই নিজের বিধানসভা কেন্দ্রে ঘরে ঘরে গিয়ে প্রচার করলেন যোগী।

Uttar Pradesh Assembly 2022 : সামনেই বড় যুদ্ধ, মনোনয়ন পেশের পর প্রচারে জোর যোগীর
প্রচারে যোগী আদিত্য়নাথ (ছবি সৌজন্যে : টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2022 | 11:37 PM

লখনউ : এই মাসেই বিধানসভা নির্বাচন দেশের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে। এই দেশের মধ্যে সবচেয়ে বেশি বিধানসভা আসন সমন্বিত রাজ্য হল এটি। এই রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে চড়ছে রাজনীতির পারদ। নির্বাচনের প্রাক্কালে শেষ মুহূর্তের নির্বাচনী ব্যস্ত সব রাজনৈতিক দলগুলিই। আজ সেই উদ্দেশেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার গোরখপুরে ঘরে ঘরে গিয়ে নির্বাচনী প্রচার করেছেন। তিনি উন্নয়ন, সুশাসন এবং জাতীয়তাবাদের কথা তুলে ধরে বিজেপির জন্য একটি বিপুল পরিমাণ ভোট চেয়েছেন জনতার কাছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে তিনি গোরখপুর বিধানসভা আসন থেকে গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মনোনয়ন জমা দেওয়ার পরেই তিনি আজ প্রচারে বেরিয়েছেন। এই প্রথম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যোগী আদিত্যনাথ। তিনি এর আগে গোরখপুর থেকে পাঁচবার সংসদে প্রতিনিধিত্ব করেছেন। মুখ্যমন্ত্রী প্রথমে ব্যস্ত মহদ্দিপুর এলাকার লাড্ডু গোপাল মন্দিরে যান এবং সেখানে ভগবান কৃষ্ণের পূজা করেন। তারপর মুখ্যমন্ত্রী কিছু বাচ্চাদের সঙ্গেও দেখা করেন, তাদের পড়াশোনা সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

এরপরে, যোগী আদিত্যনাথের কনভয় পার্শ্ববর্তী গুরুদ্বারা কলোনিতে যায়। সেখানে তিনি কিছু পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁর সরকারের সাফল্যের কথা তুলে ধরে, তিনি তাঁদের বিজেপিকে আবার বিপুল সংখ্যক ভোট দিতে বলেছিলেন। একজন বাসিন্দা বলেছেন, “তাঁদের মধ্যে মুখ্যমন্ত্রীকে পেয়ে সবাই খুব উত্তেজিত। তিনি সবার সঙ্গে ভদ্রভাবে কথা বলেছেন এবং সমর্থন চেয়েছেন। এটি আমাদের সকলের জন্য একটি স্মরণীয় মুহূর্ত।” উল্লেখ্য, পূর্ব উত্তর প্রদেশের গোরখপুরে ৩ মার্চ ষষ্ঠ দফায় ভোট হবে। এর আগে, পঞ্জাবি সম্মান সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বিরোধী দলগুলিকে আক্রমণ করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে বিরোধী দল ক্ষমতায় থাকাকালীন রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল।

তিনি বলেছেন, “পূর্ববর্তী (অ-বিজেপি) সরকারের আমলে গুন্ডা এবং মাফিয়াদের সন্ত্রাসের কারণে পশ্চিম উত্তর প্রদেশ থেকে ব্যবসায়ী এবং এবং বড় ব্যবসায়ীরা দেশত্যাগী হতেন। এবং প্রায়ই সেখানে দাঙ্গা বাঁধত। আগের সরকারগুলো সমাজের কথা ভাবেনি। এখন এই ধরনের সমাজবিরোধীরা হয় উত্তর প্রদেশের বাইরে চলে গিয়েছে, জেলে গিয়েছে বা আত্মসমর্পণের জন্য থানায় ভিক্ষা করতে এসেছে।” তিনি দাবি করেছেন, “পরিবর্তন দৃশ্যমান। বিজেপি সরকারের অধীনে রাজ্য উন্নয়নের পথে হাঁটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।” তিনি আরও বলেন, বর্তমান বিজেপি শাসনে মহিলাদের মর্যাদা নিরাপদ। প্রসঙ্গত ৭ দফায় নির্বাচন হবে উত্তর প্রদেশে। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু করে ৭ মার্চ অবধি হবে ভোট গ্রহণ। ভোট গণনা হবে ১০ মার্চ।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা