Aindrila Sharma Birthday: ‘মেয়েটার আজ ২৫ হতো’, ঐন্দ্রিলার স্মৃতি আঁকড়ে ফ্ল্যাটে একাকী শিখাদেবী

Aindrila Sharma Birthday: এ দিন সকাল থেকেই ফ্যানক্লাবগুলির পক্ষ থেকেও শেয়ার করা হচ্ছে ঐন্দ্রিলার একের পর এক ছবি, একের পর এক ভিডিয়ো। কণ্ঠে ঝরে পড়ছে কাতর আকুতি, ‘দিদি কেক নিয়ে বসে আছি, ফিরে এস প্লিজ’।

Aindrila Sharma Birthday: 'মেয়েটার আজ ২৫ হতো', ঐন্দ্রিলার স্মৃতি আঁকড়ে ফ্ল্যাটে একাকী শিখাদেবী
মায়ের সঙ্গে ঐন্দ্রিলা।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2023 | 1:06 PM

কলকাতার ফ্ল্যাটটা খালি পড়ে আছে। বড় মেয়ে দিল্লিতে, স্বামী বহরমপুরে। ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মা যেন যক্ষের মতো আগলাচ্ছেন ছোট মেয়ের স্মৃতি। আজ অর্থাৎ রবিবার ঐন্দ্রিলার জন্মদিন। বিগত বছরগুলিতে এই দিনেই হইহই হতো গোটা বাড়ি জুড়ে। কেক কাটা থেকে শুরু করে… কত কী … সেই সব ছবিও ছড়িয়ে পড়ত সামাজিক মাধ্যমে। গত বছরেই দিদির সঙ্গে জন্মদিনের ছবি শেয়ার করেছিলেন ঐন্দ্রিলা। তবে এই বছরটা যেন সবার থেকে আলাদা। তিনি নেই। নেই সেলিব্রেশনও। শিখাদেবীকে ফোন করতেই বললেন, “আজ মিষ্টির (ঐন্দ্রিলার ডাকনাম) ২৫ হতো।” নিজের শরীরও ভাল নেই তাঁর। কিছু দিন আগেই ক্যানসারের অস্ত্রোপচার হয়েছে। আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। প্রতি সপ্তাহে চলছে কেমো। নিজেকে ঠিক রাখার চেষ্টা করছেন প্রতিনিয়ত। সঙ্গী ছোট মেয়ের স্মৃতি।

এ দিন সকাল থেকেই ফ্যানক্লাবগুলির পক্ষ থেকেও শেয়ার করা হচ্ছে ঐন্দ্রিলার একের পর এক ছবি, একের পর এক ভিডিয়ো। কণ্ঠে ঝরে পড়ছে কাতর আকুতি, ‘দিদি কেক নিয়ে বসে আছি, ফিরে এস প্লিজ’। ঐন্দ্রিলা আর ফিরবেন না। গত ২০ নভেম্বর প্রয়াত হয়েছেন ঐন্দ্রিলা। দু’বার ক্যানসারে আক্রান্ত হয়ে জয়ী হয়ে ফিরলেও তৃতীয়বার আর পারেননি। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। সঙ্গে হয়েছিল বারংবার হৃদরোগও। চলে যান ঐন্দ্রিলা। মৃত্যুর কিছু দিন আগে পর্যন্তও করেছেন নতুন সিরিজের শুটিং। ছোট থেকেই ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। বহরমপুরেই ঐন্দ্রিলার বড় হয়ে ওঠা। সেখানেই কেটেছে তাঁর স্কুলজীবন। স্কুলে দিদি ঐশ্বর্য ছিলেন চিরকালের শান্ত, লেখাপড়ায় মনোযোগী। ঐন্দ্রিলা ছিলেন স্কুলের জান। দুষ্টুমিও করতেন তিনি। টিভিনাইন বাংলার কাছে এমনটাই জানিয়েছেন অভিনেত্রীর মা শিখা দেবী। তাঁর কথায়, “আমার বড় মেয়েটা পড়ুয়া। ছোটটা ছিল দস্যি। প্রায়দিনই স্কুল থেকে গার্ডিয়ান কল হত ঐন্দ্রিলার জন্য। মারামারিও করেছে। কিন্তু ওকে ছাড়া কিছুই সম্পূর্ণ হতে না স্কুলে। এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিতে আমার ছোটটা ছিল চ্যাম্পিয়ন… নাচে, গানে, আবৃত্তিতে প্রথম…”। আজ যদিও সবই স্মৃতি, সেই স্মৃতিকেই সম্বল করে বাঁচছে শর্মা পরিবার।