ভাস্বরের কোলে সাত বছরের দিতিপ্রিয়া, অভিনেতা ফিরে গেলেন ‘মা’ ধারাবাহিকের সেটে

শুধু দিতিপ্রিয়াই নন, 'মা'-এর মুখ তিথি বসুকেও দেখা যাচ্ছে ফ্রেমে। এ ছাড়াও রয়েছেন অভিনেতা রিতা দত্ত চক্রবর্তী। ওই ধারাবাহিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনিও। 'ফিরে দেখা' ছবি দেখে নস্টালজিক তিথি।

ভাস্বরের কোলে সাত বছরের দিতিপ্রিয়া, অভিনেতা ফিরে গেলেন 'মা' ধারাবাহিকের সেটে
'মা'এর সেট থেকে।
Follow Us:
| Updated on: Mar 18, 2021 | 1:57 PM

মেজর থ্রো-ব্যাক। প্রায় বারো বছর আগের ছবি শেয়ার করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ফিরে গেলেন জনপ্রিয় ধারাবাহিক ‘মা’-এর মেকআপ রুমে। ভাস্বরকে ঘিরে রয়েছে কচিকাঁচার দল, যাঁদের মধ্যে অনেকেই আজ বাংলা সিরিয়ালের প্রথম সারির নায়িকা।

এই যেমন দিতিপ্রিয়া রায়। অষ্টাদশী দিতিপ্রিয়া বিগত বেশ কিছু বছর ধরে ‘করুণাময়ী রাণী রাসমণী’তে দাপটের সঙ্গে অভিনয় করছেন। দিতিপ্রিয়ার বয়স এখন ১৮। আর ভাস্বর যে থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন তখন ‘রানিমা’র বয়স ছিল মাত্র সাত। ছবিতে দেখা যাচ্ছে, দিতিপ্রিয়াকে কোলে বসিয়ে ছবি তুলেছেন ভাস্বর। ছোট্ট দিতিপ্রিয়াকে দেখে বিস্মিত নেটিজেনরা। সেই ছোট্ট মেয়েটিই আজকের রানিমা- মানতেই পারছেন না তাঁরা।

শুধু দিতিপ্রিয়াই নন, ‘মা’-এর মুখ তিথি বসুকেও দেখা যাচ্ছে ফ্রেমে। এ ছাড়াও রয়েছেন অভিনেতা রিতা দত্ত চক্রবর্তী। ওই ধারাবাহিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনিও।
‘ফিরে দেখা’ ছবি দেখে নস্টালজিক তিথি। ‘ভাস্করদা’-র কাছে তাঁর আবদার, “চলো না একদিন সবাই মিলে মিট করি?” তা দেখে এক নেটিজেনের রসিক মন্তব্য, “ভাস্বর কিন্তু দাদা নন, অনস্ক্রিন তোমার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন।” কমেন্ট করেছেন ‘মা’ ধারাবাহিকের অসংখ্য ভক্তও। কেউ লিখেছেন, “একটা সময় রোজ দেখতাম সিরিয়ালটি। আজ এই ছবির মুখগুলো দেখে সে সব ফেলে আসা দিনের কথা আবার কেমন মনে পড়ে যাচ্ছে।” আর এক নেটিজেনের কাছে এই ছবি ফিরিয়ে দিচ্ছে না ভোলা ছোটবেলা।

 

 

প্রায় পাঁচ বছর ধরে চলেছিল স্টার জলসার এই ধারাবাহিকটি। রাতারাতি সৃষ্টি করেছিল মাইলস্টোন। সহজেই পৌঁছে গিয়েছিল দর্শকের ড্রয়িংরুমে। তাঁর প্লট থেকে শুরু করে, ইমোশন, থিম– দর্শক খুঁজে পেয়েছিল নিজেকেই। দেড় হাজার এপিসোড অতিক্রম করা মুখের কথা নয়। ২০১৪ সালে শেষ হয়ে যায় ‘মা’। কিন্তু তার থিম সং আজও শিহরণ জাগায় মধ্যবিত্তের ড্রয়িংরুমে– ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা…’।