Kareena Kapoor Khan: ‘ঘৃণা করি…’, দুই সন্তানের সঙ্গে দেখা করতে না পারায় বিরক্ত করিনা
সপ্তাহ খানেক আগে করিনা করোনা পজেটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসে। সূত্র বলছে পরিচালক করণ জোহরের এক পার্টিতে যাওয়ার পরেই কোভিড রিপোর্ট পজেটিভ আসে তাঁর
বিরক্ত করিনা কাপুর। হাজার ইচ্ছে থাকলেও দুই সন্তান জাহাঙ্গীর ও তৈমুরের সঙ্গে দেখা করার উপায় নেই তাঁর। কারণ, করোনা। হ্যাঁ, করিনা করোনা আক্রান্ত হয়ে আপাতত নিভৃতবাসে। আর সে কারণেই আপাতত বাড়িতেই চলছে তাঁর কোয়রান্টিন পিরিয়ড। পাশে থাকলেও কাছে নেই স্বামী-সন্তান। সেই কারণেই একাকী করিনা ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন মনের ভাব।
তিনি লিখেছেন, “কোভিড তোমায় ঘৃণা করি। আমার বাচ্চাদের আমি মিস করছি। খুব শীঘ্রই দেখা হবে।” কিছুদিন আগে সইফকে নিয়েও একটি পোস্ট করেছিলেন করিনা। দূর থেকে তোলা সইফের এক ছবি পোস্ট করে তিনি লেখেন, “এভাবেও এই করোনাকালেও ভালবাসা যায়।”
সপ্তাহ খানেক আগে করিনা করোনা পজেটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসে। সূত্র বলছে পরিচালক করণ জোহরের এক পার্টিতে যাওয়ার পরেই কোভিড রিপোর্ট পজেটিভ আসে তাঁর। কোভিডে আক্রান্ত হন তাঁর বন্ধু অমৃতাও। দেশে ওমিক্রোন আতঙ্ক মাথাচাড়া দিয়ে উঠছে। সূত্রের খবর, দুই নায়িকার কোভিড রিপোর্ট পজেটিভ আসার পর বৃহন্মুম্বই মিউনিসিপাল করপোরেশনের তরফে দুই নায়িকার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের দ্রুত আরটিপিসিআর টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে। করিনার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও এনেছিল বিএমসি। যদিও করিনা ও তাঁর টিম এ সব অভিযোগ নস্যাৎ করে জানান, তিনি বিএমসি’র নিয়ম ভেঙে পার্টিতে যোগদান করেননি। তিনি ও তাঁর পরিবার পুরসভাকে সব রকম সাহায্যই করছেন।