Dharmendra Discharged: স্বস্তি! হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র, ফিরলেন চেনা রসিকতায়; বললেন, ‘আমার শিক্ষা হয়েছে’
Dhamendra Hospitalised:
বাড়িতে ঢুকেই মস্করা করলেন ‘ধরমপাজি’। পিঠে তীব্র যন্ত্রণা নিয়ে কয়েকদিন হাসপাতালে ছিলেন। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তিনি আইসিইউতেও ছিলেন। বাড়ি ঢুকেই করলেন টুইট। নিজের একটি ভিডিয়ো শেয়ার করে বললেন, ‘আমার শিক্ষা হয়ে গিয়েছে’। যাক, মানুষটাকে হাসি-খুশি, রসিক মেজাজে দেখে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এতদিন চিন্তায় ফেলে দিয়েছিলেন বাড়ির লোকগুলোকে। সেই সঙ্গে প্রিয়জন, অনুরাগীদেরও। সকলেই আজ খুশি। হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে ধর্মেন্দ্রকে।
৮৬ বছর বয়সেও জিমে যান। সাইকেলে উঠে দ্রুত সাইক্লিং করেন। সেরকমই কিছু একটা করতে গিয়ে কেস খেয়ে সটান হাসপাতালের বেডে তিনি। টুইটারে শেয়ার করা ভিডিয়োতে ধর্মেন্দ্রকে বলতে শোনা যায়, “নিজের ক্ষমতার বাইরে কিছু করবে না। আমি করেছি। ফলে পিঠে খুব টান ধরে যায়। আমাকে হাসপাতালের চক্কর কাটতে হয়েছে। যাই হোক, আমি ফিরেছি। আপনাদের প্রার্থনায় আজ আমি সুস্থ। কিন্তু এবার থেকে আমি নিজের প্রতি আরও বেশি যত্নবান হব।” তারপর সকলকে ভালবাসি বলে ফ্লাইং কিস দিয়েছেন ধর্মেন্দ্র।
Friends, i have learnt the lesson ? pic.twitter.com/F6u8mtnTUl
— Dharmendra Deol (@aapkadharam) May 1, 2022
সম্প্রতি করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। তাঁর সঙ্গে সেই ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট, রণবীর সিং, জয়া বচ্চন, শাবানা আজ়মি ও বাংলার চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী। ১৯৭৫ সালে ‘শোলে’ ছবিতে অভিনয় করার ৪৮ বছর পর জয়ার সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করলেন ধর্মেন্দ্র। খুব বেশি না হলেও মাঝেমধ্যে অভিনয় করেন বলিউডের এই সুপার স্টার।
পুত্র সানি ও ববি দেওলের সঙ্গে ‘আপনে ২’ ছবিতেও সম্প্রতি অভিনয় করেছেন ধর্মেন্দ্র। নাতি করণ দেওলও সেই ছবিতে রয়েছেন।
আরও পড়ুন: Dhamendra Hospitalised: হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র, ছিলেন আইসিইউতে; এখন কেমন আছেন তিনি?