ইয়ামির পর বলিপাড়ায় বিয়ে সারলেন রণবীর কাপুরের এই সহঅভিনেত্রীও

ইয়ারিয়ান এবং ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির মতো ছবিতে অভিনয় করেছেন এভেলিন। স্ক্রিন শেয়ার করেছেন রণবীরের সঙ্গেও। দশ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েও ফেলেছেন এভেলিন শর্মা।

ইয়ামির পর বলিপাড়ায় বিয়ে সারলেন রণবীর কাপুরের এই সহঅভিনেত্রীও
এভেলিন পরেছিলেন দুধ সাদা পোশাক। অন্যদিকে তুশানের পরনে ছিল কালো রঙের ফরম্যাল স্যুট।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2021 | 11:47 AM

বলিউডে হঠাৎই বিয়ের ফুল ফুটেছে। দিন কয়েক আগেই চুপিসারে বিয়ে করলেন ইয়ামি গৌতম। এ বার দীর্ঘদিনের বয়ফ্রেন্ড তুশান ভিন্ডির সঙ্গে সারাজীবন পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হলেন আর এক অভিনেত্রী এভেলিন শর্মাও। পাত্র তুশান পেশায় ডাক্তার। বাস অস্ট্রেলিয়ায়।

এভেলিন পরেছিলেন দুধ সাদা পোশাক। অন্যদিকে তুশানের পরনে ছিল কালো রঙের ফরম্যাল স্যুট। ইনস্টাগ্রামে বিয়ের খবর জানাতেই কমেন্ট বক্সে জমতে শুরু করেছে একের পর এক শুভেচ্ছা বার্তা। কেউ লিখছেন, “ভীষণ সুন্দর দেখাচ্ছে।” আবার কারও মন্তব্য, “চোখ যেন ফেরাতেই পারছি না…”।

২০১৯ সালে প্রথম নিজের সম্পর্কের কথা সামনে আনেন এভেলিন। কীভাবে আলাপ হয়েছিল তখন বয়ফ্রেন্ড এখন স্বামীর সঙ্গে? অভিনেত্রী জানিয়েছিলেন এক ব্লাইন্ড ডেটে গিয়েই নাকি আলাপ দুজনের। কাছের বন্ধুরা আয়োজন করেছিল। তুশানের ব্যাপারে বলেছিলেন, “ও ভীষণ রোম্যান্টিক। আমি যত না ফিল্মি তার থেকেও বেশি ফিল্মি ও নিজে।”

আরও পড়ুন- ফুসফুসে জমেছে জল, চলছে অক্সিজেন, হাসপাতালে লড়ছেন দিলীপ কুমার

ইয়ারিয়ান এবং ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির মতো ছবিতে অভিনয় করেছেন এভেলিন। স্ক্রিন শেয়ার করেছেন রণবীরের সঙ্গেও। দশ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েও ফেলেছেন এভেলিন শর্মা।