Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hrithik Roshan: চোখের নিচে বলিরেখা সুস্পষ্ট, ‘তুমি বৃদ্ধ হচ্ছ হৃতিক…’, আক্ষেপ অনুরাগীদের

পরিবারের সঙ্গে দীপাবলি সেলিব্রেশনের ছবি দিয়েছেন অভিনেতা। হাজির রয়েছেন মা, দিদি, বাবা সকলেই। সেই ছবিতেই অভিনেতার চোখের তলায় বলিরেখাই ভক্তদের মন খারাপের কারণ।

Hrithik Roshan: চোখের নিচে বলিরেখা সুস্পষ্ট, 'তুমি বৃদ্ধ হচ্ছ হৃতিক...', আক্ষেপ অনুরাগীদের
হৃতিক রোশন।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2021 | 8:11 AM

৫০ হতে বাকি আর মাত্র তিন বছর… তাঁর সুঠাম শরীর, সুবহুল পেশী আর চওড়া কাঁধে বুধ তামাম বিশ্ব। তিনি হৃতিক রোশন। কখনও তাঁকে তুলনা করা হয় গ্রীক দেবতার সঙ্গে আবার কখনও বা তিনি যে রূপকথার সেই রাজপুত্র যার খোঁজে রাতের পর রাত জাগতেও রাজি রাজকন্যে। কিন্তু তাঁর সাম্প্রতিক ছবি যেন অনেকটাই মন খারাপ করে দিয়েছেন অনুরাগীদের একটা বড় অংশের।

পরিবারের সঙ্গে দীপাবলি সেলিব্রেশনের ছবি দিয়েছেন অভিনেতা। হাজির রয়েছেন মা, দিদি, বাবা সকলেই। সেই ছবিতেই অভিনেতার চোখের তলায় বলিরেখাই ভক্তদের মন খারাপের কারণ। চোখের আশেপাশের চামড়াও যেন কুঁচকে গিয়েছে খানিক। প্রিয় অভিনেতাকে ওঁরা এমনটা দেখেননি, তাই সত্যি সহজে মেনে নিতে অসুবিধে হচ্ছে অনেকেরই। অনেকে আবার তাঁর শরীর নিয়ে চিন্তাও প্রকাশ করেছেন।

হৃতিকের খুব একটা হেটারস নেই। তবে কিছুদিন আগে মাদককাণ্ডে জড়িত আরিয়ানের খানের হয় মুখ খুলে কিছু অনুরাগীর বিরাগভঞ্জন হয়েছিলেন তিনি। আরিয়ানের সমর্থনে তিন সপ্তাহ আগে পোস্ট করা খোলা চিঠিতে হৃত্বিক লিখেছিলেন, “আমার প্রিয় আরিয়ান, জীবন একটা অদ্ভুত জার্নি। খুবই অনিশ্চিত। জীবন তোমার কাছে বাঁকা বল ছুঁড়ে দেবে। কিন্তু ঈশ্বর মঙ্গলময়। তিনি কঠিন মানুষদের সবচেয়ে কঠিন বল দেন খেলার জন্য। তোমাকে বুঝতে হবে, সকলের মধ্যে তিনি তোমাকে বেছে নিয়েছেন সেই খেলায়। আমি জানি সেটা চাপই তুমি এখন অনুভব করছ। রাগ, বিভ্রান্তি, অসহায় মনে হচ্ছে তোমার। এগুলোই তোমার মধ্যে উপস্থিত হিরোকে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সাবধান থেকো, এই সবই তোমার মধ্যে থাকা ভালটাকেও নষ্ট করে দিতে পারে। ভুল, ব্যর্থতা, জয়, সাফল্য… সবটাই এক, যদি না বুঝতে পারো কোনটা তোমার মধ্যে রাখবে, কোনটা তোমার থেকে বাদ দেবে।”

যোগ করেছিলেন, ” তোমাকে জানতে হবে, এসবই তোমাকে তৈরি হতে সাহায্য করবে। তোমাকে আমি শিশু অবস্থা থেকে চিনি। তোমাকে একজন পুরুষ হিসেবেও আমি চিনি। সবই তোমার। অভিজ্ঞতা থেকে সবটাই তোমার অর্জিত। এগুলোই তোমার উপহার। বিশ্বাস করো আমায়। এই বিন্দুগুলোকে যখন জড়ো করবে, দেখবে সবটারই মানে তুমি বুঝতে পারছ। শয়তানের চোখে পড়ে গিয়েছ তুুমি। নিজেকে শান্ত রাখো। সব কিছু দেখতে থাকো। এই মুহূর্তগুলোই তোমাকে তৈরি করবে আগামীর জন্য। একদিন তোমার জন্য সূর্য হাসবে। এরজন্য তোমাকে অন্ধকার পথ দিয়ে হাঁটতে হবে। নিজের ভিতরের আলোয় বিশ্বাস করো। এই আলো তোমার মধ্যে সবসময় আছে। ভালবাসি তোমায়।”

আরও পড়ুন:Malvika Raaj: কভি খুশি কভি গম’-এর ছোট্ট ‘পু’কে মনে আছে! বলিউডে কামব্যাক তাঁর, বিপরীতে কে?

আরও পড়ুন:Bigg Boss 15: শমিতাকে প্রকাশ্যেই ফ্লার্ট, জয়কে সাবধান করলেন নিশান্ত, দেখুন ভিডিয়ো