Vicky-Katrina: ১০০ কোটিতে বিক্রি হচ্ছে ভিক্যাটের বিয়ের এক্সক্লুসিভ ছবি-ভিডিয়ো?
অবাক হবেন না, এ হেন প্রস্তাব এ দেশে খানিক নতুন শোনালেও হলিউডে এ প্রায়শই হয়ে থাকে। নিজেদের বিয়ের ছবি/ভিডিয়ো কেনাবেচার চল রয়েছে সেখানে।
অবশেষে আসতে চলেছে সেই মাহেন্দ্রক্ষণ। বিয়ে করতে চলেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাঁদের বিয়ে নিয়ে একদিকে যেমন আমজনতার উৎসাহ আকাশছোঁয়া, ঠিক তেমনই তাঁরাও গোপনীয়তা বজায়ে বেজায় তৎপর। তবে সাম্প্রতিক সূত্র বলছে, আঁটসাঁট গোপনীয়তার নেপথ্যে নাকি রয়েছে ১০০ কোটির খেল!
ডিজিটাল দুনিয়ায় এক নামজাদা ওটিটি প্ল্যাটফর্ম নাকি ভিক্যাটের বিয়ের এক্সক্লুসিভ ছবি ও ভিডিয়ো তাঁদের প্ল্যাটফর্মে সরাসরি স্ট্রিম করার জন্য ওই জুটির কাছে ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। শর্ত তারা ছাড়া আর কাউকেই ভিক্যাটের বিয়ের ছবি-ভিডিয়োর মালিকানা দেওয়া যাবে না।
অবাক হবেন না, এ হেন প্রস্তাব এ দেশে খানিক নতুন শোনালেও হলিউডে এ প্রায়শই হয়ে থাকে। নিজেদের বিয়ের ছবি/ভিডিয়ো কেনাবেচার চল রয়েছে সেখানে। সেখান থেকেও উঠে আসে মোটা অঙ্কের টাকা। তবে ভিক্যাট এখনও পর্যন্ত এই প্রস্তাবে সারা দিয়েছেন কিনা তা জানা যায়নি।
ভিক্যাটের বিয়ে উপলক্ষে সোমবার থেকেই জয়পুর বিমানবন্দরে তারাদের মেলা। সিক্স সেন্স প্রাসাদ অর্থাৎ যেখানে বসতে চলেছে ভিক্যাটের বিয়ের আসর তা ইতিমধ্যেই সাজানো হয়েছে নিখুঁত দক্ষতায়। শোনা যাচ্ছে, বিদেশ থেকে এসে গিয়েছে ঝাড়বাতি। বিয়ের মন্ডপ নাকি সাজানো হবে কাচ দিয়ে। ঠিক যেন গোলকধাঁধা। কাচের আধিপত্যে আপনার চোখে ঝিলমিল লেগে যেতেই পারে। ইতিমধ্যেই আমন্ত্রিতদের দেওয়া হয়ে গিয়েছে বিশেষ ধরনের কোড। সুতরাং কোন ঘরে কোন অতিথি থাকছেন তা টের পাওয়া মুশকিল। এরই মধ্যে স্বনামধন্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিক্যাটের বিয়ের লাইভ স্ট্রিমিং দেখার সৌভাগ্য আপনার হবে কিনা তা অবশ্য সময়ই বলবে।