‘বীনা ত্রিপাঠি’ আজ বার্থডে গার্ল: জন্মদিনে জেনে নিন রসিকা দুগল-এর অজানা গল্প

রসিকা আজ ‘বার্থ ডে গার্ল’। তবে তাঁকে ‘মির্জাপুর গার্ল’ বললেও খুব ভুল বলা হবে না। নিজের অভিনয় দক্ষতা তাঁকে দিয়েছে খ্যাতি-নাম-যশ। তিলোত্তমা সোম, ইরফান খান-এর মতো অভিনেতাদের সঙ্গে ‘কিস্সা’ ভারতীয়-জার্মান ছবিতে রসিকা দুগল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। বারবার প্রমাণ দিয়েছেন তিনিও সবার মতো হলেও কিছুটা ‘হটকে’। রসিকার জন্মদিনে TV9 বাংলা ডিজিটাল খুঁজল তাঁর জীবনের অজানা গল্প।

| Updated on: Jan 17, 2021 | 12:34 PM
রসিকার জন্ম এবং বেড়ে ওঠা জামশেদপুর সার্কিট হাউস-এ। পড়াশোনায় বরাবর ভাল ছিলেন। ২০০৪  সালে দিল্লির শ্রীরাম কলেজ ফর উইমেন থেকে গ্র্যাজুয়েশন করেন রসিকা। বিষয় ছিল অঙ্ক।

রসিকার জন্ম এবং বেড়ে ওঠা জামশেদপুর সার্কিট হাউস-এ। পড়াশোনায় বরাবর ভাল ছিলেন। ২০০৪ সালে দিল্লির শ্রীরাম কলেজ ফর উইমেন থেকে গ্র্যাজুয়েশন করেন রসিকা। বিষয় ছিল অঙ্ক।

1 / 8
সোফিয়া পলিটেকনিক থেকে সোশ্যাল মিডিয়া এবং এফটিআইআই থেকে অভিনয় নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন। এফটিআইআই-তে নাসিরুদ্দিন শাহর মতো শিক্ষক পেয়েছিলেন রসিকা। এবং তাঁর সহপাঠী ছিলেন অভিনেত্রী সায়নী গুপ্ত।

সোফিয়া পলিটেকনিক থেকে সোশ্যাল মিডিয়া এবং এফটিআইআই থেকে অভিনয় নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন। এফটিআইআই-তে নাসিরুদ্দিন শাহর মতো শিক্ষক পেয়েছিলেন রসিকা। এবং তাঁর সহপাঠী ছিলেন অভিনেত্রী সায়নী গুপ্ত।

2 / 8
২০০৭ সালে ‘আনওয়ার’ ছবিতে রসিকা তাঁর ফিল্ম কেরিয়ার শুরু করেন। আর বলিউডে জার্নি শুরু করেন ঠিক তার পরের বছর। ছবির নাম ছিলা ‘তাহান’।

২০০৭ সালে ‘আনওয়ার’ ছবিতে রসিকা তাঁর ফিল্ম কেরিয়ার শুরু করেন। আর বলিউডে জার্নি শুরু করেন ঠিক তার পরের বছর। ছবির নাম ছিলা ‘তাহান’।

3 / 8
রসিকা বিভিন্ন মিডিয়ামে কাজ করেছেন। এমনকি টেলিভিশনেও। তাঁর ডেবিউ ছিল ‘উপনিষদ গঙ্গা’ শোতে। ‘পাউডার’, ‘পি.ও.ডাব্লু-বন্দি যুদ্ধ কে’-র মতো টিভি সিরিজেও অভিনয় করেছেন রসিকা।

রসিকা বিভিন্ন মিডিয়ামে কাজ করেছেন। এমনকি টেলিভিশনেও। তাঁর ডেবিউ ছিল ‘উপনিষদ গঙ্গা’ শোতে। ‘পাউডার’, ‘পি.ও.ডাব্লু-বন্দি যুদ্ধ কে’-র মতো টিভি সিরিজেও অভিনয় করেছেন রসিকা।

4 / 8
২০১০ সালে অভিনেতা মুকুল চড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রসিকা।

২০১০ সালে অভিনেতা মুকুল চড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রসিকা।

5 / 8
২০১৮ সালে মুক্তি পায় ‘হামিদ’। ছবিতে রসিকার অভিনয় সমালোচকদের নজর কাড়ে। রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার জন্য পুরস্কার পান রসিকা।

২০১৮ সালে মুক্তি পায় ‘হামিদ’। ছবিতে রসিকার অভিনয় সমালোচকদের নজর কাড়ে। রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার জন্য পুরস্কার পান রসিকা।

6 / 8
মির্জাপুর স্ট্রিমিং হওয়ার পর আর পিছনে তাঁকাতে হয়নি অভিনেত্রীকে। ‘বীনা ত্রিপাঠি’ হয়ে উঠলেন ভীষণ জনপ্রিয়। ক্ষুরধার সংলাপ এবং সাবলীল অভিনয় মিলে মিশে হল তৈরি হল এক অসাধারণ ক্যারিজমা।

মির্জাপুর স্ট্রিমিং হওয়ার পর আর পিছনে তাঁকাতে হয়নি অভিনেত্রীকে। ‘বীনা ত্রিপাঠি’ হয়ে উঠলেন ভীষণ জনপ্রিয়। ক্ষুরধার সংলাপ এবং সাবলীল অভিনয় মিলে মিশে হল তৈরি হল এক অসাধারণ ক্যারিজমা।

7 / 8
রসিকা বললেন, “ডিজিটাল মিডিয়ামে কাজ করতে দারুণ আনন্দ গর্বিত বোধ করি। নিয়মিত কাজ করার জন্য নয়, এত ধরণের চরিত্রে অভিনয় করতে পারি।‘দিল্লি ক্রাইম’, ‘মির্জাপুর’, ‘মেড ইন হেভেন’ অডিয়েন্সের ভাল লেগেছে। আমার অভিনীত ছবির থেকে সিরিজ আমাকে দর্শকদের কাছে বেশি চিনিয়েছে। আমার একটাও ছবি মেনস্ট্রিম কিংবা ব্লকবাস্টার নয়। যদিও আমি ডিজিট্যাল এবং ছবির মধ্যে কোনও ভেদাভেদ করি না। আমি গল্পের অংশ হতে চাই। মিডিয়াম আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।”

রসিকা বললেন, “ডিজিটাল মিডিয়ামে কাজ করতে দারুণ আনন্দ গর্বিত বোধ করি। নিয়মিত কাজ করার জন্য নয়, এত ধরণের চরিত্রে অভিনয় করতে পারি।‘দিল্লি ক্রাইম’, ‘মির্জাপুর’, ‘মেড ইন হেভেন’ অডিয়েন্সের ভাল লেগেছে। আমার অভিনীত ছবির থেকে সিরিজ আমাকে দর্শকদের কাছে বেশি চিনিয়েছে। আমার একটাও ছবি মেনস্ট্রিম কিংবা ব্লকবাস্টার নয়। যদিও আমি ডিজিট্যাল এবং ছবির মধ্যে কোনও ভেদাভেদ করি না। আমি গল্পের অংশ হতে চাই। মিডিয়াম আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।”

8 / 8
Follow Us: