‘বীনা ত্রিপাঠি’ আজ বার্থডে গার্ল: জন্মদিনে জেনে নিন রসিকা দুগল-এর অজানা গল্প
রসিকা আজ ‘বার্থ ডে গার্ল’। তবে তাঁকে ‘মির্জাপুর গার্ল’ বললেও খুব ভুল বলা হবে না। নিজের অভিনয় দক্ষতা তাঁকে দিয়েছে খ্যাতি-নাম-যশ। তিলোত্তমা সোম, ইরফান খান-এর মতো অভিনেতাদের সঙ্গে ‘কিস্সা’ ভারতীয়-জার্মান ছবিতে রসিকা দুগল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। বারবার প্রমাণ দিয়েছেন তিনিও সবার মতো হলেও কিছুটা ‘হটকে’। রসিকার জন্মদিনে TV9 বাংলা ডিজিটাল খুঁজল তাঁর জীবনের অজানা গল্প।
Most Read Stories