বরুণ-নাতাশার বিয়েতে ডাক পড়ল হাতেগোনা বলি সেলেবের, দেখুন তালিকা

হাতে আর মাত্র এক সপ্তাহ। জোরকদমে চলছে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ২৪ জানুয়ারি অভিনেতা বরুণ ধওয়ন এবং তাঁর দীর্ঘ দিনের বান্ধবী নাতাশা দালাল যে বিয়ে করতে চলেছে তা ইতিমধ্যেই জেনে গিয়েছেন প্রায় সবাই। বলি ইন্ডাস্ট্রি থেকে বছরের প্রথম সেলেব্রিটি ম্যারেজে কারা কারা আমন্ত্রণ পেলেন, আর কারাই বা বাদ পড়লেন তালিকায়... বিস্তারিত জেনে নিন...।

| Updated on: Jan 17, 2021 | 12:57 PM
হাতে আর মাত্র এক সপ্তাহ। জোরকদমে চলছে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ২৪ জানুয়ারি অভিনেতা বরুণ ধওয়ন এবং তাঁর দীর্ঘ দিনের বান্ধবী নাতাশা দালাল যে বিয়ে করতে চলেছে তা ইতিমধ্যেই জেনে গিয়েছেন প্রায় সবাই। বলি ইন্ডাস্ট্রি থেকে বছরের প্রথম সেলেব্রিটি ম্যারেজে কারা কারা আমন্ত্রণ পেলেন, আর কারাই বা বাদ পড়লেন তালিকায়... বিস্তারিত জেনে নিন...।

হাতে আর মাত্র এক সপ্তাহ। জোরকদমে চলছে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ২৪ জানুয়ারি অভিনেতা বরুণ ধওয়ন এবং তাঁর দীর্ঘ দিনের বান্ধবী নাতাশা দালাল যে বিয়ে করতে চলেছে তা ইতিমধ্যেই জেনে গিয়েছেন প্রায় সবাই। বলি ইন্ডাস্ট্রি থেকে বছরের প্রথম সেলেব্রিটি ম্যারেজে কারা কারা আমন্ত্রণ পেলেন, আর কারাই বা বাদ পড়লেন তালিকায়... বিস্তারিত জেনে নিন...।

1 / 8
বিশেষ সূত্র বলছে, আলিবাগে আয়োজিত ওই বিয়ের অনুষ্ঠানে প্রথম ঠিক ছিল বলিপাড়ার কাউকেই নিমন্ত্রণ জানাবেন না বরুণ-নাতাশা। যদিও শেষমুহূর্তে প্ল্যানে এসেছে বদল। বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে, বলিপাড়ার নামমাত্র কিছু সেলেব নাকি জায়গা পেয়েছেন ইন্ডাস্ট্রির ওই হেভিওয়েট বিয়েতে।

বিশেষ সূত্র বলছে, আলিবাগে আয়োজিত ওই বিয়ের অনুষ্ঠানে প্রথম ঠিক ছিল বলিপাড়ার কাউকেই নিমন্ত্রণ জানাবেন না বরুণ-নাতাশা। যদিও শেষমুহূর্তে প্ল্যানে এসেছে বদল। বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে, বলিপাড়ার নামমাত্র কিছু সেলেব নাকি জায়গা পেয়েছেন ইন্ডাস্ট্রির ওই হেভিওয়েট বিয়েতে।

2 / 8
এদের মধ্যে প্রথমেই রয়েছেন বলিউডের ভাইজান সলমন খান। বলিউডে বিয়ে, অথচ সলমনের কাছে আমন্ত্রণ পৌঁছবে না, এমনটা আগে হয়নি কখনও। বরুণ-নাতাশাও তাই ২৪ জানুয়ারির অনুষ্ঠানে ডাকতে চলেছেন সলমনকে, মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য বলছে তেমনি।

এদের মধ্যে প্রথমেই রয়েছেন বলিউডের ভাইজান সলমন খান। বলিউডে বিয়ে, অথচ সলমনের কাছে আমন্ত্রণ পৌঁছবে না, এমনটা আগে হয়নি কখনও। বরুণ-নাতাশাও তাই ২৪ জানুয়ারির অনুষ্ঠানে ডাকতে চলেছেন সলমনকে, মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য বলছে তেমনি।

3 / 8
সেই প্রথম ছবি 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' থেকে বরুণের সঙ্গে দারুণ কেমিস্ট্রি আলিয়া ভাটের। একসঙ্গে বহু হিট দিয়েছেন তাঁরা। খুল্লামখুল্লা স্বীকারও করেছেন তাঁরা বেস্ট ফ্রেন্ড। প্রিয় বন্ধুর বিয়েতে আলিয়া থাকবেন না তা কী করে হয়। শোনা যাচ্ছে, আমন্ত্রণ পৌঁছে গিয়েছে তাঁর কাছেও।

সেই প্রথম ছবি 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' থেকে বরুণের সঙ্গে দারুণ কেমিস্ট্রি আলিয়া ভাটের। একসঙ্গে বহু হিট দিয়েছেন তাঁরা। খুল্লামখুল্লা স্বীকারও করেছেন তাঁরা বেস্ট ফ্রেন্ড। প্রিয় বন্ধুর বিয়েতে আলিয়া থাকবেন না তা কী করে হয়। শোনা যাচ্ছে, আমন্ত্রণ পৌঁছে গিয়েছে তাঁর কাছেও।

4 / 8
আলিয়া মানেই থাকবেন রণবীরও। আমন্ত্রিত তিনিও। যদিও নিজেদের বিয়ে নিয়ে তাঁরা এখন ভীষণ ব্যস্ত। তাই বরুণ-নাতাশার বিশেষ দিনে তাঁরা উপস্থিত থাকবেন কিনা তা তো সময়ই বলবে।

আলিয়া মানেই থাকবেন রণবীরও। আমন্ত্রিত তিনিও। যদিও নিজেদের বিয়ে নিয়ে তাঁরা এখন ভীষণ ব্যস্ত। তাই বরুণ-নাতাশার বিশেষ দিনে তাঁরা উপস্থিত থাকবেন কিনা তা তো সময়ই বলবে।

5 / 8
'স্টুডেন্ট অব দ্য ইয়ার'-এর প্রসঙ্গ যখন এলই, তখন স্বাভাবিক ভাবে উঠে আসে করণ জোহরের কথাও। কারণ, ওই ছবির মাধ্যমেই আলিয়া, বরুণ এবং সিদ্ধার্থ মালহোত্রাকে লঞ্চ করেছিলেন করণ। আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকেও।

'স্টুডেন্ট অব দ্য ইয়ার'-এর প্রসঙ্গ যখন এলই, তখন স্বাভাবিক ভাবে উঠে আসে করণ জোহরের কথাও। কারণ, ওই ছবির মাধ্যমেই আলিয়া, বরুণ এবং সিদ্ধার্থ মালহোত্রাকে লঞ্চ করেছিলেন করণ। আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকেও।

6 / 8
এ ছাড়াও সূত্র বলছে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন বিগ-বি অমিতাভ বচ্চন এবং ক্যাটরিনা কাইফও। যদিও ক্যাটের রিউমারড প্রেমিক ভিকি কৌশলকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি এখনও।

এ ছাড়াও সূত্র বলছে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন বিগ-বি অমিতাভ বচ্চন এবং ক্যাটরিনা কাইফও। যদিও ক্যাটের রিউমারড প্রেমিক ভিকি কৌশলকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি এখনও।

7 / 8
যদিও ২৭ জানুয়ারি রিসেপশন পার্টিতে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে ইন্ডাস্ট্রির প্রায় সকলকেই। ২৪ তারিখটা শুধু কাছের মানুষদের আর পরিবারের জন্যই তুলে রেখেছেন বরুণ-নাতাশা। ওঁদের দু'জনকে অনেক শুভেচ্ছা।

যদিও ২৭ জানুয়ারি রিসেপশন পার্টিতে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে ইন্ডাস্ট্রির প্রায় সকলকেই। ২৪ তারিখটা শুধু কাছের মানুষদের আর পরিবারের জন্যই তুলে রেখেছেন বরুণ-নাতাশা। ওঁদের দু'জনকে অনেক শুভেচ্ছা।

8 / 8
Follow Us: