Nayanthara: শাহরুখের বিপরীতেই বলিউডে অভিষেক হচ্ছে নয়নতারার? পরিচালক…

সূত্র বলছে, ইতিমধ্যেই নাকি কথাবার্তা বেশ ভালই এগিয়েছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহতেই হয়ে যাবে কন্ট্র্যাক্ট পেপারে সইসাবুদও। কন্নড় অভিনেতা সুদীপকে নাকি দেখা যাবে ভিলেনের ভূমিকায়।

Nayanthara: শাহরুখের বিপরীতেই বলিউডে অভিষেক হচ্ছে নয়নতারার? পরিচালক...
নয়নতারা ও শাহরুখ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2021 | 4:21 PM

দক্ষিণী ছবিতে বহু বছর ধরেই সাফল্যের সঙ্গে অভিনয় করছেন নয়নতারা। তাঁর বলি অভিষেক নিয়েও বিগত দু’বছর ধরেই চলছে ফিসফাঁস গুঞ্জন। শোনা যাচ্ছে, অবশেষে নাকি সেই গুঞ্জন হতে চলেছে সত্যি। অবশেষে বলিপাড়ায় অভিষেক ঘটতে চলেছে তাঁর। জনপ্রিয় দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের হাত ধরেই। বিপরীতে নাকি দেখা যাবে স্বয়ং কিং খানকে।

সূত্র বলছে, ইতিমধ্যেই নাকি কথাবার্তা বেশ ভালই এগিয়েছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহতেই হয়ে যাবে কন্ট্র্যাক্ট পেপারে সইসাবুদও। কন্নড় অভিনেতা সুদীপকে নাকি দেখা যাবে ভিলেনের ভূমিকায়। যদিও পরিচালক বা অভিনেতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত ছবির ব্যাপারে কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি।

View this post on Instagram

A post shared by nayanthara? (@nayantharaaa)

নয়নতারাকে শেষ দেখা গিয়েছে তামিল ছবি মুকুঠি আম্মানে। অন্যদিকে শাহরুখকে দেখা গিয়েছিল জিরোতে। পর পর ব্যর্থতার পর একটা লম্বা ব্রেক নিয়ে আবারও পাঠান ছবির জন্য শুটে ফিরেছেন তিনি। শাহরুখের সঙ্গে কাজ করার ইচ্ছে যে অ্যাটলির বহুদিনের তার আভাস ২০১৯ সালেই এক সাক্ষাৎকারে দিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, “আমার শাহরুখের স্যরের প্রতি ভীষণ শ্রদ্ধা রয়েছে। তিনিও আমার কাজু ভীষণ ভালবাসেন। আশা করছি, ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করব।”

গুঞ্জন বলছে সেই দিন আর বেশি দেরি নেই, আরও এক নতুন জুটিকে পেতে চলেছে বলিউড।

আরও পড়ুন, জটিল রোগ সারিয়ে ১০ বছর পর সুস্থ মাসাবা, শেয়ার করলেন জার্নি