এই কারণে কাজল-শাহরুখের উপর বেজায় হিংসে হয়েছিল শিল্পা শেট্টির!

এক নাচের রিয়ালিটি শো'য়ে এই মুহূর্তে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে শিল্পাকে। সেখানেই তিনি বলেন, "ওটা একটা ডান্স নম্বর ছিল। আর সেই ডান্স নাম্বারেই আমাকে নেওয়া হয়নি বলে আমি খুব জেলাস ফিল করেছিলাম।"

এই কারণে কাজল-শাহরুখের উপর বেজায় হিংসে হয়েছিল শিল্পা শেট্টির!
শিল্পা-কাজল
Follow Us:
| Edited By: | Updated on: Jun 18, 2021 | 4:44 PM

বাজিগর…হিন্দি সিনেমা জগতে অন্যতম সুপারহিট সিনেমা। একদিকে শাহরুখ। অন্যদিকে শিল্পা এবং কাজল। ওই ছবিতে বিখ্যাত গান, ‘ইয়ে কালি কালি আঁখে…’র কথা মনে আছে নিশ্চয়ই। ছবিতে অভিনয় করলেও ওই গানে জায়গা হয়নি শিল্পার। আর সে কারণেই কাজল এবং শাহরুখের উপর বেজায় অসন্তুষ্ট হয়েছিলেন শিল্পা। হিংসাও হয়েছিল মনে মনে, কেরিয়ারের এত গুলো বছর পার করে এ খবর খোদ শেয়ার করেছেন অভিনেত্রীই।

এক নাচের রিয়ালিটি শো’য়ে এই মুহূর্তে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে শিল্পাকে। সেখানেই তিনি বলেন, “ওটা একটা ডান্স নম্বর ছিল। আর সেই ডান্স নাম্বারেই আমাকে নেওয়া হয়নি বলে আমি খুব জেলাস ফিল করেছিলাম।” প্রসঙ্গত, ওই গানে দেখা গিয়েছিল শাহরুখ এবং কাজলকে। অনু মালিকের সুরে গানটি আজও সুপারহিট। গানটি গেয়েছিলেন কুমার শানু।

বাজিগর ছবি দিয়েই বলিউডে পা রাখেন শিল্পা। পরিচালনায় ছিলেন আব্বাস-মুস্তান। কাজল, শিল্পা এবং শাহরুখ ছাড়াও ওই ছবিতে দেখা গিয়েছিল নামজাদা অভিনেতাদের। এঁদের মধ্যে রয়েছেন দালিপ তাহিল, রাখী, জনি লিভার, সিদ্ধার্থ রায় সহ অনেকেই।

আরও পড়ুন- ভিভের সন্তান গর্ভে জেনেও নীনাকে বিয়ে করতে চাওয়া প্রসঙ্গে মুখ খুললেন সতীশ কৌশিক