রাজেশ খান্না, অমিতাভ বচ্চন অভিনীত ‘আনন্দ’-এর ৫০ বছর পূর্তি
১৯৭১-এর ১২ মার্চ মুক্তি পেয়েছিল এই ছবি। রাজেশ খান্না তখন জনপ্রিয়তার শিখরে। তাঁকে নিয়ে এমন চিত্রনাট্য ভাবার সব কৃতিত্বই পরিচালক হিসেবে হৃষিকেশের, এমনটাই আজও মনে করেন ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।
‘বাবুমশাই জিন্দেগি বড়ি হোনি চাহিয়ে, লম্বি নেহি…’। আপনি যদি সিনেপ্রেমী হন, তাহলে এই সংলাপ নিশ্চয়ই মনে আছে। হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ব্লকবাস্টার হিট ছবি ‘আনন্দ’-এর সংলাপ। সেই ছবি ৫০ বছর পূর্ণ করল।
‘আনন্দ’ এমন একটি ছবি যেখানে ভালবাসা, বন্ধুত্ব, জীবনের পাঠ রয়েছে সংলাপের মোড়কে। রাজেশ খান্না (Rajesh Khanna) এবং অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) অভিনয় দর্শক আজও মনে রেখেছেন। এই ছবির ৫০ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় বারেবারে ফিরে এসেছে ছবির ডায়লগ।
#50YearsOfAnand congrats? @SrBachchan sir and all frnds @king_ajaz786 @AmitAgrawl @Gopalbachchan @EF_MahekShukla @EfvijayKumar @angelkkar @RituRaiSharma5 @GangulySunetra @nileshbodawala @aspalod @BhagyashreeKol @DiipeshArrora @LilyPittz @rb_Prajapati_EF @parthpalak123 pic.twitter.com/IBZSUYAKia
— Sameer Jani ❤️ ABEF ❤️ (@janisameerchess) March 12, 2021
শুক্রবার সকাল থেকেই হ্যাশট্যাগ ‘ফিফটি ইয়ারস অব আনন্দ’ টুইটারে ট্রেন্ডিং। বহু পুরনো ছবি শেয়ার করছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘এটা এমন একটা ক্লাসিক সিনেমা যা যত দিন যাবে, তত জনপ্রিয় হবে।’ আবার কারও কথায় ফিরে এসেছে ছবির গল্পের মাধ্যমে নীতিবোধের শিক্ষা।
#TDTY 50 yrs back…ANAND released ‘Yeh naam sunte hi honthon pe muskaan, aur aankhon mein aansoo aate hai’…Undoubtedly one of the most loved movie of all time whose dialogues and songs are a life lesson etched in eternity ‘Anand mara nahi,Anand mara nahi karte’#50yearsofAnand pic.twitter.com/M4pAufNEDm
— Kalpesh Ashar (@kalpesh_ashar) March 11, 2021
১৯৭১-এর ১২ মার্চ মুক্তি পেয়েছিল এই ছবি। রাজেশ খান্না তখন জনপ্রিয়তার শিখরে। তাঁকে নিয়ে এমন চিত্রনাট্য ভাবার সব কৃতিত্বই পরিচালক হিসেবে হৃষিকেশের, এমনটাই আজও মনে করেন ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।
Babumushoi, zindagi badi honi chahiye … lambi nahin#50YearsOfAnand What a incredible character who gave us such unbelievable morals and long term learnings.Rajesh khanna sir in as Anand nd @iHrithik Sir in as Anand kumar both are superb in their age. ❤️ pic.twitter.com/9b2PwgCFZJ
— Hrithik Bhati (@hrithik_bhati) March 12, 2021
রাজেশ এবং অমিতাভের পাশাপাশি এই ছবিতে যাঁর অভিনয় নিয়ে সে সময় সিনে পাড়ায় আলোচনা হয়েছিল, তিনি আরও এক বাঙালি, অর্থাৎ সুমিতা সান্যাল। সংলাপ, চিত্রনাট্য, অভিনয় তো বটেই, ৫০ বছর পূর্তিতে এর পাশাপাশি আলোচনায় উঠে আসছে এই ছবির গান।
#50YearsOfAnand Congratulations..????@SrBachchan ❤#RajeshKhanna #SumitaSanyal and many more.. Director: Hrishikesh Mukherjee ⚘12 March 1971⚘ pic.twitter.com/g6NjrAdz1u
— AB❤suyashamya❤AB (@luvbachchan) March 12, 2021
আনন্দ ছাড়া আর একটি মাত্র ছবিতে রাজেশ, অমিতাভ একসঙ্গে কাজ করেছিলেন। সে ছবি হল ‘নমক হারাম’।
আরও পড়ুন, ছেলের পাঁচ মাসের জন্মদিন কেক কেটে সেলিব্রেট করলেন পূজা