Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranveer Singh: তোয়ালে পরে ছবি পোস্ট রণবীরের, ‘খুলে যাবে…’, রসিকতায় ইন্ডাস্ট্রির বন্ধুরাই!

রণবীরের রসিকতার পাল্টা রসিকতা করেছেন নেটিজেনরাও। তবে লাইমলাইট লেড়েছেন মাধবন, পূজা হেগড়ে সহ রণবীরের ইন্ডাস্ট্রির সহকর্মীরা।

Ranveer Singh: তোয়ালে পরে ছবি পোস্ট রণবীরের, 'খুলে যাবে...', রসিকতায় ইন্ডাস্ট্রির বন্ধুরাই!
রণবীর সিং।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2021 | 6:02 PM

সাওয়ারিয়া ছবির কথা মনে আছে? এক গানের দৃশ্যে টাওয়াল পরে রণবীর কাপুরের নাচ নিয়ে বেশ আলোচনা হয়েছিল। এ বারও নায়ক ‘তোয়ালে’। পরেছেন রণবীরই। তবে কাপুর নয়, সিং। ঠিক কী হয়েছে?

শনিবার তোয়ালে পরে একটি ছবি পোস্ট করেছেন রণবীর সিং। ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত। গা ঘামে ভেজা। নিজেকে নিয়ে নিজেই করেছেন রসিকতা। লিখেছেন, “রণবীর এত ঘামছে কেন? ক) সবে মাত্র স্টিম রুম থেকে বের হয়েছে। খ) আজ রাতে টেলিভিশনে ডেবিউ করতে চলেছে গ) ওর বডি হিট প্রচুর ঘ) হট যোগা করার চেষ্টা করছে। ” যেন সঠিক উত্তর বেছে নেওয়া।

রণবীরের রসিকতার পাল্টা রসিকতা করেছেন নেটিজেনরাও। তবে লাইমলাইট লেড়েছেন মাধবন, পূজা হেগড়ে সহ রণবীরের ইন্ডাস্ট্রির সহকর্মীরা। পূজা হেগড়ে যেমন সরাসরি তাঁকে লিখেছেন, “তোয়ালে খুলে পড়ে যাচ্ছে। সাবধান।” আবার দিনো মোরিয়ার মন্তব্য, “এই সব ছাড়, আগে বলো এত সুন্দর শরীর বানালে কী করে। সলিড লাগছে ভাই।” মাধবন আবার এক কাঠি উপরে। রণবীরের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, “পোস্ট শাওয়ার সেলফির খেতাব আমার থেকে আর কতবার ছিনিয়ে নেবে ভাই?” সব মিলিয়ে রণবীরের কমেন্ট বক্স এখন সেলেবদের ‘ব্যান্টার স্থান’।

শনিবারই প্রথম বার টেলিভিশনে আসতে চলেছেন অভিনেতা। কুইজ শো ‘দ্য বিগ পিকচার’ শুরু হতে চলেছে আজ থেকে। রণবীরকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। হাতেও রয়েছে একগুচ্ছ ছবি। রয়েছে কবির খানের স্পোর্টস ড্রামা ৮৩। এ ছাড়াও আলিয়া ভাটের সঙ্গে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তেও দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন: Raj kumar Rao: ৭টি দমদার ছবি মুক্তির অপেক্ষায় রাজকুমারের, দেখুন ছবিতে

আরও পড়ুন:Bijaya Dashami 2021: চোখের জলে মাকে বিদায় পাওলির, সিঁদুর খেলায় খামতি রাখেননি অভিনেত্রী

আরও পড়ুন:Kapil Sharma: মাঝরাতে সানগ্লাস পরে কী বার্তা দিলেন কপিল শর্মা?