Salman Khan: ভিড়ঠাসা বিমানবন্দরে হঠাৎই সলমনের দিকে এগিয়ে এল হাত, তারপর কী কাণ্ড… ! 

Salman Khan: হুমকি ইমেল থেকে হুমকি চিঠি... বিষ্ণোই গ্যাংয়ের তরফে লাগাতার সলমন খানকে দেওয়া হচ্ছে খুনের হুমকি। বাড়ানো হয়েছে সলমনের নিরাপত্তা। এমনকি তাঁকে ভিড় এড়িয়ে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

Salman Khan: ভিড়ঠাসা বিমানবন্দরে হঠাৎই সলমনের দিকে এগিয়ে এল হাত, তারপর কী কাণ্ড... ! 
হঠাৎই এগিয়ে এল হাত
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 3:17 PM

হুমকি ইমেল থেকে হুমকি চিঠি… বিষ্ণোই গ্যাংয়ের তরফে লাগাতার সলমন খানকে দেওয়া হচ্ছে খুনের হুমকি। বাড়ানো হয়েছে সলমনের নিরাপত্তা। এমনকি তাঁকে ভিড় এড়িয়ে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। এরই মধ্যে এমন এক ঘটনা ঘটে গেল ভাইজানের সঙ্গে যা দেখে নেটদুনিয়ায় মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে হাজির হয়েছিলেন সলমন খান। ভিড়ের মধ্যে নিরাপত্তারক্ষী বেষ্টিত হয়ে কোনওরকমে সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি। আচমকাই তাঁর দিকে এগিয়ে যায় একটা হাত। এক ভক্ত করমর্দনে করার উদ্দেশে হাত বাড়িয়ে দেন তাঁর দিকে। ভাইজান তো হাত বাড়ানইনি। বরং তাঁকে আঙুলের নির্দেশে হাত সরাতে বলেন। এত অবধি ঠিকই ছিল। কিন্তু ভাইজানের দিকে হাত, এ বোধহয় সহ্য করতে পারছিলেন না সলমনের নিত্যসঙ্গী তথা প্রধান নিরাপত্তারক্ষী শেরা। ওই ব্যক্তিকে কার্যত ধাক্কা দিয়েই ওই জায়গা থেকে সরিয়ে দেন শেরা। এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের তরফে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। কারও মতে, ‘শেরার ব্যবহার একেবারেই অনুচিত। এভাবে কাউকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া যায় না।” পাশাপাশি একটা বড় অংশের বক্তব্য তিনি যা করেছেন একেবারে সঠিক, “ভক্তের ইচ্ছে রক্ষা পরেও করা যাবে। আগে তো প্রাণটা বাঁচুক!”

View this post on Instagram

A post shared by Voompla (@voompla)

এর আগে সলমন খানকে যে ইমেল পাঠানো হয়েছিল তাতে লেখা ছিল, লরেন্সের ঘনিষ্ঠ বন্ধু ক্যানাডার ধুরন্ধর দুষ্কৃতি গোল্ডি ব্রার সুপারস্টারের সঙ্গে কথা বলতে চায়। পঞ্জাবি গায়ক ও রাজনৈতিক নেতা সিধু মুসেওয়ালা খুনেও মূল চক্রী এই লরেন্স ও গোল্ডি। এই মুহূর্তে সিধু কাণ্ডে লরেন্সের ঠাই পঞ্জাব জেলে হলেও সেখান থেকেই এই সব কাজ সে চালিয়ে যাচ্ছে বলে খবর। হিন্দিতে লেখা হয়েছিল ইমেলটি। তাতে স্পষ্ট করে লেখা ছিল, সাম্প্রতিক অতীতে সংবাদমাধ্যমকে লরেন্স যে সাক্ষাৎকারে দিয়েছে তা যেন দেখেন সলমন। ওই সাক্ষাৎকারে সলমনকে প্রাণে মারার হুমকি দিতে দেখা তাকে। সে বলেছেন, “যেদিন সলমনকে মারতে পারব, সেদিনই নিজেকে গ্যাংস্টার বলব”। এর পরেই এই ইমেল! ইমেলটির প্রেরক মোহিত গর্গ নামে এক ব্যক্তি। তাতে আরও লেখা, “কিছু হিসেব মেটাতে হবে। কথা বলাস। মুখোমুখি কথা হবে। হাতে সময় আছে। মনে করিয়ে দিলাম। সময় পার হয়ে গেলে তখন শুধু ঝটকা দেব”।

লরেন্সের তরফে সলমনকে হুমকি দেওয়ার ঘটনা যদিও নতুন নয়। লরেন্স ঘনিষ্ঠ সম্পত নেহরা পুলিশের জালে বন্দি হন ২০১৮ সালে। সেখানেই জেরার মুখে অভিযুক্ত দাবি করেন সলমন খানকে হত্যার ছক কষেছিল তারা। আর এই গোটা পরিকল্পনার মূল ষড়যন্ত্রী ছিল লরেন্সই। পুলিশ সূত্রে জানা গিয়েছিল কৃষ্ণসার হত্যার জন্যই সলমনকে সরিয়ে দিতে চেয়েছিল বিষ্ণোই গ্যাং।