Sara Ali Khan: নগ্ন রণবীর, ছবি দেখে কী বললেন সারা আলি খান?

Sara Ali Khan: রণবীরের এই রূপ দেখে কী বললেন তাঁর 'সিম্বা' ছবির কো-স্টার সারা আলি খান?

Sara Ali Khan: নগ্ন রণবীর, ছবি দেখে কী বললেন সারা আলি খান?
কী বললেন সারা আলি খান?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2022 | 9:15 AM

এক ম্যাগাজিনের শুটের জন্য নগ্ন হয়েছেন রণবীর সিং। তাঁর এই ছবি নিয়ে সারা বিশ্ব জুড়েই চলছে জোর চর্চা। সোশ্যাল মিডিয়াও কার্যত দ্বিধাবিভক্ত। একদিকে যেমন জুটেছে প্রশংসা। অন্যদিকে রণবীরের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। এমনকি অভিযোগও জমা পড়েছে মুম্বই পুলিশের কাছে। দায়ের হয়েছে এফআইআর। রণবীরের এই রূপ দেখে কী বললেন তাঁর ‘সিম্বা’ ছবির কো-স্টার সারা আলি খান?

সারার সাফ উত্তর, “রণবীর আমার খুব প্রিয়। এর চেয়ে বেশি আমার থেকে কিছু জানতে চাইবেন না”। এর আগে এক সাক্ষাৎকারেও এই নিয়ে মুখ খুলেছিলেন সারা। এর আগে করিনা কাপুরও এই নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, “আমি জানি না এটা নিয়ে কেন এত কথা হচ্ছে। দেখে মনে হচ্ছে সবার হাতে এখন অনেক সময়।” তবে শুধু করিনা বা সারাই কেন? অর্জুন কাপুর থেকে শুরু করে আলিয়া ভাট– রণবীরের এই শুট নিয়ে চতুর্দিক থেকে এসেছে প্রশংসাই। এরই মধ্যে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করতে অবশ্য ছাড়েননি স্বঘোষিত অভিনেতা কেআরকে। রণবীরকে নিয়ে তাঁর এক টুইট এখন নেটমাধ্যমে রীতিমতো ভাইরাল। একদিকে যেমন তিনি রণবীরের যৌনাঙ্গের আকার নিয়ে করেছেন কদর্য মন্তব্য অন্যদিকে দীপিকার চরিত্র নিয়েও করেছেন কুৎসিত ইঙ্গিত।

কী লিখেছেন সেই অভিনেতা? তিনি লিখেছেন, “আমার কাছে রণবীরের সব নগ্ন ছবি রয়েছে। যেখানে রণবীরের হাতিয়ার দেখা যাচ্ছে”। হাতিয়ার বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন সে আন্দাজ কমেন্ট বক্সেই অনুমান করছেন নেটিজেনরা। ওই ব্যক্তি আরও লেখেন, “সেই ছবিগুলি পোস্ট করতে পারব না আমি। কিন্তু যারা ওর নামে এফআইআর দায়ের করেছে তাঁরা ঠিক”। এখানেই থামেননি সেই ব্যক্তি। দীপিকাকেও টেনে আনেনি তিনি। লেখেন, “এখন বুঝেছি কেন দীপিকা ‘গেহরাইয়া’র মতো ছবিতে অভিনয় করে”। যদিও সেই ব্যক্তিকে তুলোধনা করতে ছাড়েননি নেটিজেনরাও। কীভাবে কাউকে নিয়ে এত নোংরা কথা কেউ বলতে পারেন, তা নিয়ে পাল্টা ব্যাকল্যাশ শুনতে হয়েছে তাঁকেও। এরপরেও যদিও কেআরকে’র প্রোফাইলে ওই টুইটটি আর দেখা যায়নি। সম্ভবত তিনি সেটা মুছে দিয়েছেন।