‘হাফ গার্লফ্রেন্ড’, ‘ফিতুর’, ‘রামলীলা’…একের পর এক ছবি থেকে কী কারণে বাদ পড়েছিলেন সুশান্ত?
Sushant Singh Rajput: ঠিক কী কারণে সুশান্ত বাদ পড়েছিলেন ওই সব ছবি থেকে? স্বজনপোষণ নাকি রয়েছে অন্য কারণ? প্রথম মৃত্যুবার্ষিকীতে জেনে নিন...
অল্প দিনের কেরিয়ার। অথচ সেই কেরিয়ারেও হিট রয়েছে অনেক। সেই হিটের সংখ্যা হত আরও বেশি, যদি না ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘ফিতুর’, ‘রামলীলা’সহ বেশ কয়েকটি হাই বাজেট ছবি সুশান্ত সিং রাজপুতের হাত থেকে ফস্কে না যেত। ঠিক কী কারণে সুশান্ত বাদ পড়েছিলেন ওই সব ছবি থেকে? স্বজনপোষণ নাকি রয়েছে অন্য কারণ? প্রথম মৃত্যুবার্ষিকীতে জেনে নিন…
রোমিও আকবর ওয়াল্টার
এই ছবির প্রোমোতেও দেখা গিয়েছিল সুশান্তকে। কিন্তু পরে দেখা যায় ছবিটি করেছেন জন আব্রাহাম। সব ঠিক হয়েও শেষ মুহূর্তে কেন সুশান্তের করা হল না ছবিটি? কারণ জানিয়েছিলেন সুশান্ত নিজেই। এক সাক্ষাৎকারে বলেছিলেন, আগে থেকে অন্য জায়গায় কথা দিয়েছিল তাঁর। ডেটের সমস্যার জন্যই নাকি করতে পারেননি তিনি ছবিটি। বলাই বাহুল্য শেষ মুহূর্তে না করায় ছবিটির প্রযোজক বান্টি ওয়ালি যে সুশান্তের উপর বেশ অসন্তুষ্ট হয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না।
হাফ গার্লফ্রেন্ড
চেতন ভগতের উপন্যাসকে কেন্দ্র করে এই ছবিতে অভিনয় করার কথা ছিল সুশান্তের। অর্জুন কাপুরের নয়। কিন্তু তা বাস্তবে হয় না। এ প্রসঙ্গে একেবার এক সাক্ষাৎকারে সুশান্ত বলেছিলেন, “যখন আমি কাউকে কথা দিয়ে ফেলি এবং দেখি যে কোনও নির্দিষ্ট কারণের জন্য সে ছবি বানাতে দেরি করছে তখন আমি তাকে ডিচ করতে পারি না। ” অর্থাৎ এখানেও পরোক্ষে ডেট ইস্যুকেই দায়ী করেছিলেন সুশান্ত।
আরও পড়ুন SSR Case: কী কী ঘটল এক বছরে, কোথায় দাঁড়িয়ে মামলা, সুশান্তের মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা ঘটনাপ্রবাহ
ফিতুর
আদিত্য রয় কাপুরকে নেওয়া হয়েছিল সুশান্তের পরিবর্তে। পরিচালনায় ছিলেন সুশান্তের প্রথম ছবির পরিচালক অভিষেক কাপুর। তবে সুশান্ত জানিয়েছিলেন এ নিয়ে তাঁর আপসোস নেই। পরে যদিও অভিষেকের সঙ্গে কেদারনাথেও কাজ করেন তিনি।
রাম লীলা, পদ্মাবত এবং বাজীরাও মস্তানি
সঞ্জয় লীলা ভন্সালীর ওই তিন সুপারহিট ছবির প্রথম পছন্দ কিন্তু ছিলেন সুশান্তই। তবে শোনা যায় এখানেও সেই ডেটের সমস্যার জন্য ওই তিন ছবি আর করা হয়নি সুশান্তের। সুশান্তের মৃত্যুর পর বয়ান রেকর্ড করা হয়েছিল ভন্সালীরও।