Alia-Ranbir Wedding: ‘দহেজ’ নয়, ভালবেসে জামাই রণবীরকে কত কোটির উপহার! অতিথিরাও ফিরলেন না খালি হাতে

Alia Bhatt: বিয়েতে মোটের আলিয়ার মায়ের থেকে কত কোটির উপহার নিলেন রণবীর কাপুর!

Alia-Ranbir Wedding: 'দহেজ' নয়, ভালবেসে জামাই রণবীরকে কত কোটির উপহার! অতিথিরাও ফিরলেন না খালি হাতে
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2022 | 11:12 AM

বিয়ের আসর মানেই দেহেজ, যে মেয়ে যতই উচ্চপদের হোক না কেন, বিয়ে দেওয়ার সময় এই একটা প্রসঙ্গ ঘিরে কথা উঠত এক সময় প্রত্যহ। কিন্ত বর্তমানে তা অতীত। দহেজ বা পণপ্রথা এখন নিষিদ্ধ। তাই কাপুর পরিবারে মেয়েকে দিতে খুব একটা কিছু মাথা ব্যাথা রইল না ভাট পরিবারের। তবে ভালবেসে যদি শাশুরি মা যদি কোনও উপহার দিয়ে থাকেন, তবে নিঃসন্দেহে তা গ্রহণ করতেই পারেন সেলেব স্টার। রণবীরের ক্ষেত্রেও তাই ঘটল, আশির্বাদে পেলেন দামী উপহার, যে খবর বর্তমানে ছড়িয়ে পড়ল নেট দুনিয়ার পাতায়, কী সেই উপহার, চলুন জেনে নেওয়া যাক।

আর তাই এবার দামী উপহার ফেরালেন না জামাই রণবীর কাপুর। বর্তমানে খবরের শিরোনামে বি-টাউনের একটাই নাম বারে বারে ফিরে আসছে, আর তা হল নবদম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। তাঁরা একে অন্যের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ১৪ এপ্রিল। একই দিনে হয়েছে আংটি বদলও। এই নিয়ে হিন্দুস্তান টাইমস-এ বেরোনো একটি প্রতিবেদন অনুযায়ী, কেবল বিয়ের আংটি বদল নয়, সঙ্গে সোনি রাজদান দামী উপহার দিয়েছেন রণবীরকে। একই দিনে বিয়ে থেকে শুরু করে সেলিব্রেশন। দুজনের হাতেই হীরের আংটি জ্বলজ্বল করতে দেখা গেল। তবে এই আংটি বাদ দিয়েও একটি আড়াই কোটি টাকার ঘড়ি তিনি উপহারে পেয়েছেন।

২.৫ কোটি টাকার আংটির পাশাপাশি তিনি পেয়েছেন আরও অনেক উপহারই পেয়েছেন তিনি। বর্তমানে নতুন সংসার শুরু করে দিব্য রয়েছেন তাঁরা। কোথাও গিয়ে যেন আলিয়াকে পরিবারের বউ হিসেবে পেয়ে ভীষণ খুশি কাপুর পরিবার। বারে বারে তাঁরা জানিয়েছেন, ডল আলিয়া, খুব মিষ্টি মেয়ে। কাপুর পরিবারে পা রেখেই পুরো সংসারের দায়িত্বও পেয়েছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী নিতু কাপুর তাঁকে সংসারের চাবি তুলে দিয়েছেন। যার ফলে বোঝাই যায় আলিয়া এখন পাক্কা গৃহিনীও বটে।

আরও পড়ুন- Viral Video: কাক বা বাঁদরের লক্ষ্যে করণ-তেজস্বী! মজার ভিডিয়োতে ভাইরাল টেলি দুনিয়াস্টার

আরও পড়ুন- Bollywood Controversy: বাবার সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনে পূজা, ২১ বছরের দিদির সঙ্গে মায়ের বিরোধ, আলিয়ার অন্দরমহলের কাহিনী

আরও পড়ুন-  Jersey: ‘ঘাম রক্ত চোখের জল ঝরিয়ে তৈরি জার্সি’, ঝুঁকি নিতে নারাজ শাহিদ কেজিএফ-২ কম্পিটিশন নিয়ে কী বললেন