Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KIFF 2022: অবশেষে হতে চলেছে কলকাতা চলচ্চিত্র উৎসব, কবে থেকে শুরু?

KIFF 2022: সদ্য বইমেলা শেষ হয়েছে। বইমেলায় এবার রেকর্ড বই বিক্রি হয়েছে। এবার পালা সিনেমা। কৃষ্টিপ্রেমী বাঙালি তা কতটা সাদরে গ্রহণ করে এখন সেটাই দেখার।

KIFF 2022: অবশেষে হতে চলেছে কলকাতা চলচ্চিত্র উৎসব, কবে থেকে শুরু?
কবে থেকে শুরু?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2022 | 11:54 PM

করোনার তৃতীয় ঢেউয়ে থমকে গিয়েছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আক্রান্ত হয়েছিলেন উৎসবের সভাপতি রাজ চক্রবর্তীও। তবে করোনার প্রকোপ কিছুটা কমার কারণে আবারও ধার্য হল চলচ্চিত্র উৎসবের নতুন দিনক্ষণ। আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে কলকাতা চলচ্চিত্র উৎসব। শেষ হবে ১ মে। সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষপূর্তির ঠিক এক দিন আগেই শেষ হবে ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসব।

তবে নবান্নে নয়, আপাতত ঠিক হয়েছে নজরুল মঞ্চেই আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারী থেকে শুরু হওয়ার কথা ছিল চলচ্চিত্র উৎসবের। শেষ হওয়ার কথা ছিল ১৪ জানুয়ারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন উৎসব হবে তবে সীমিত পরিসরে। ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক বৈঠকেরও। কিন্তু উৎসব শুরু হওয়ার দিন দিয়েক আগেই সস্ত্রীক করোনা আক্রান্ত হন রাজ। আক্রান্ত হন পরমব্রত চট্টোপাধ্যায়ও। এর পরেই উদ্যোক্তাদের তরফে এক বিবৃতি প্রকাশ করে চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়।

২০২০ সালের প্রথমার্ধে প্রথম ঢেউয়ের ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠা গিয়েছিল বটে, কিন্তু করোনার ভয়ে একেবারে চলে যায়নি। তাই প্রতিবারের মতো নেতাজি ইনডোর স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকেনি বাংলা। তারকাদের চাঁদের হাটের বদলে অনেকটা ছিমছাম করেই উদ্বোধন হয়েছিল ২৬ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও তেমনটাই ঠিক হয়েছিল প্রথমে। রাজ এ বিষয়ে টিভিনাইন বাংলাকে বলেছিলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো নবান্ন থেকেই হবে উদ্বোধন। এ ছাড়াও ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা দেখার মতো যে সব নির্দেশ সরকারের তরফে দেওয়া হয়েছে, যে সমস্ত বিধিনিষেধের কথা জানানো হয়েছে তা সর্বত ভাবে পালন করা হবে উৎসবে।” কিন্তু শেষ মুহূর্তে বাধা। স্থগিত হয়ে যায় অনুষ্ঠান।

তবে অবশেষে হতে চলেছে সমস্ত সমস্যার অবসান। আবারও সিনেপ্রেমীদের জন্য দেশবিদেশে নানা ধরনের ছবির পসরা সাজিয়ে হাজির হতে চলেছে চলচ্চিত্র উৎসব। সদ্য বইমেলা শেষ হয়েছে। বইমেলায় এবার রেকর্ড বই বিক্রি হয়েছে। এবার পালা সিনেমা। কৃষ্টিপ্রেমী বাঙালি তা কতটা সাদরে গ্রহণ করে এখন সেটাই দেখার।