AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ছোটি সি পাঞ্ছি’ দিলীপ কুমারের গাওয়ার কথা ছিল, পরে আমার ভার্সন রাখা হয়: অনুপ ঘোষাল

Bollywood actor Dilip kumar: বুধবার বিকেলে মুম্বইয়ের জুহু কবরিস্তান ইন সান্টাক্রুজে প্রয়াত অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। দীর্ঘ অসুস্থতার পর এ দিন সকাল সাড়ে সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার।

‘ছোটি সি পাঞ্ছি’ দিলীপ কুমারের গাওয়ার কথা ছিল, পরে আমার ভার্সন রাখা হয়: অনুপ ঘোষাল
দিলীপ কুমার। ইনসেটে গায়ক অনুপ ঘোষাল।
| Edited By: | Updated on: Jul 07, 2021 | 2:57 PM
Share

‘ছোটি সি পাঞ্ছি…’। ১৯৭০-এ মুক্তি পাওয়া ‘সাগিনা মাহাতো’ ছবির সেই বিখ্যাত গান এক সময় দর্শকের মুখে মুখে ফিরত। দিলীপ কুমারের লিপে সেই গান গেয়েছিলেন অনুপ ঘোষাল। মহিলা কণ্ঠশিল্পী ছিলেন আরতি মুখোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে সে গান রেকর্ড করার স্মৃতিচারণ করলেন অনুপ।

TV9 বাংলাকে অনুপ বলেন, “দিলীপ কুমারের সঙ্গে কাজ করেছিলাম। ওঁর ভাল লেগেছিল। এ সব বড় মাপের মানুষ যখন চলে যান, দুঃখ হয়। ওঁদের চলে যাওয়াটাই একটা বিষাদময় ব্যপার। মানুষ তো চলে যাবেই, মানুষ তো চিরদিন থাকবে না। এটাই বড় বাজবে। আমি ওই গান কলকাতায় রেকর্ড করে দিয়েছিলাম। সেটা মুম্বইতে গিয়েছিল। উনি শুনে বলেছিলেন, ভাল হয়েছে। ওঁর গাওয়ার কথা ছিল। পরবর্তী পর্যায়ে আমার গানটাই রাখা হয়েছিল। উনি লিপ দিয়েছিলেন। আমি তখন ছেলেমানুষ। উনি কত বড় মাপের মানুষ। সামনাসামনি কথা হয়নি। ওঁর বাড়িতে একবার দেখা করতে গিয়েছিলাম।”

বুধবার বিকেলে মুম্বইয়ের জুহু কবরিস্তান ইন সান্টাক্রুজে প্রয়াত অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। দীর্ঘ অসুস্থতার পর এ দিন সকাল সাড়ে সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার। পরিবারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রয়াণের খবর শেয়ার করা হয়।

প্রায় ছয় দশকের বলিউড কেরিয়ার দিলীপ কুমারের। তাঁকে ‘ট্র্যাজেডি কিং’ আখ্যা দেওয়া হত। গোটা কেরিয়ারে প্রায় ৬৫টি ছবিতে অভিনয় করেছেন। দেবদাস (১৯৫৫), মুঘল ই আজম (১৯৬০), গঙ্গা যমুনা (১৯৬১), ক্রান্তি (১৯৮১), কর্মা (১৯৮৬)-র মতো ছবি বলিউডের ইতিহাসে চিরকাল মনে রাখবেন সিনে প্রেমী দর্শক। ১৯৯৮০এ মুক্তিপ্রাপ্ত ‘কিলা’ ছবিতে শেষ দেখা গিয়েছিল দিলীপের অভিনয়। ১৯৯৪-এ দাদা সাহেব ফালকে এবং ২০১৫-এ পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন তিনি।

আরও পড়ুন, ৫৪ বছরের দাম্পত্যের ইতি, দিলীপ সাবকে হারিয়ে কী বললেন সায়রা বানু?