Bollywood Gossip: সাংসারিক জীবন সুখের, তবুও একদা কোন বাঙালি অভিনেত্রীর প্রতি আকৃষ্ট হন মাধবন?

Bollywood Gossip: ভালবাসার বিয়ে মাধবনের। স্ত্রীর সঙ্গে সম্পর্ক বেশ মধুর।

Bollywood Gossip: সাংসারিক জীবন সুখের, তবুও একদা কোন বাঙালি অভিনেত্রীর প্রতি আকৃষ্ট হন মাধবন?
কোন বাঙালি অভিনেত্রীর প্রতি আকৃষ্ট হন মাধবন?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2022 | 4:55 PM

আর মাধবন– দীর্ঘ কেরিয়ারে তাঁকে নিয়ে গসিপ খুব একটা না বললেই চলে। তবুও একদা এক বাঙালি অভিনেত্রীর প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়েন অভিনেতা। তাঁর প্রতি ভাললাগার কথা প্রকাশ্যেই স্বীকার করেন। শুধু এখানেই শেষ নয়, একই সঙ্গে স্পষ্টতই জানিয়ে দেন, সেই অভিনেত্রী তাঁর চোখে বেশ সুন্দরী। কে সেই অভিনেত্রী? তিনি আর কেউ নন, বিপাশা বসু।

‘জোটি ব্রেকারস’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন মাধবন ও বিপাশা। ২০১২ সালে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধবন বলেন, “যখনই কারও অন স্ক্রিন কেমিস্ট্রি তৈরি করতে হয় তখন সেই মানুষটির প্রতিও আকৃষ্ট বোধ করা খুব স্বাভাবিক। অবশ্যই আমি বিপাশার প্রতি আকৃষ্ট। ও অসাধারণ। যদি দুজনের মধ্যে সেই রসায়নটাই না থাকে তবে স্ক্রিনে সেই রোম্যান্স ফুটিয়ে তোলাও বেশ মুশকিল হয়ে ওঠে। ও মারাত্মক সুন্দরী। ও যে এত বড় স্টার কখনও তা বুঝতে দেয়নি।” মাধবনের মুখে এই প্রশংসা শুনে খুশি হয়েছিলেন বিপাশাও।

ভালবাসার বিয়ে মাধবনের। স্ত্রীর সঙ্গে সম্পর্ক বেশ মধুর। কিছু দিন আগেই ২৩ বছরের বিবাহিত জীবন উদযাপন করেছেন তিনি। স্ত্রীর সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত ছবি শেয়ার করে মাধবন লিখেছিলেন, “কী করে এমন হয় যে এখন তোমায় আগের থেকেও বেশি ভালবাসি। শুভ বিবাহবার্ষিকী আমার বউ।” সম্প্রতি ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট ছবিতে দেখা গিয়েছে মাধবনকে। ছবির প্রযোজক, পরিচালক তিনি। মুখ্য চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ছবিতে শাহরুখ খান অভিনয় করেছেন কেমিও চরিত্রে। কেমিও চরিত্রে দেখা গিয়েছে দক্ষিণী সুপারস্টার সুরিয়াকেও। ছবিটি সারা বিশ্ব জুড়ে ছয়টি ভাষায় মুক্তি পেয়েছিল। এর মধ্যে রয়েছে হিন্দি, ইংরেজি, তামিল, তেলুগু, মালায়ালাম ও কন্নড়। বক্স অফিসে সেই ছবি সুপারহিট তকমা না পেলেও মাধবনের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।