Dhanush: অভিনেতা হতে চাননি ধনুশ, স্বপ্ন লুকিয়ে ছিল রান্না ঘরেই…

Unknown Facts: জীবনে ছিল অন্য কোনও পেশার নেশা। তবে কোথাও গিয়ে যেন ভাগ্যচক্রে অভিনয় জগতে এসে পা রাখা। তেমনই একটি নাম হল ধনুশ।

Dhanush: অভিনেতা হতে চাননি ধনুশ, স্বপ্ন লুকিয়ে ছিল রান্না ঘরেই...
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2022 | 12:12 PM

অনেকেই আছেন যাঁরা অভিনেতা হওয়ার স্বপ্ন বুকে নিয়ে নতুন জীবন শুরু করার জন্য সিনেদুনিয়ায় পা রাখেন। তবে অনেকেরই সেই স্বপ্ন অধরাই থেকে যায়। কেউ কেউ আবার কঠিন পরিশ্রম করে পায়ের তলার মাটি শক্ত করে নিয়ে থাকেন। তবে সিনে দুনিয়ায় খোঁজ করলে, এমন অনেক স্টারকেই পাওয়া যাবে, যাঁরা প্রথমে চাননি অভিনয়ে পা রাখতে। জীবনে ছিল অন্য কোনও পেশার নেশা। তবে কোথাও গিয়ে যেন ভাগ্যচক্রে অভিনয় জগতে এসে পা রাখা। তেমনই একটি নাম হল ধনুশ।

ধনুশ কেরিয়ারের শুরুতে অভিনয় জগতে আসতে চাননি। তিনি রান্না করতে বেশ পছন্দ করেন। অবসরে মাঝে মধ্যেই মনের মত কিছু না কিছু রান্না করেই থাকেন। তবে কোথাও গিয়ে যেন সেই স্টারই এসে পড়লেন অভিনয় জগতে। ছোটবেলা থেকেই খাবার নিয়ে নতুন নতুন এক্সেপেরিমেন্ট করে থাকেন তিনি। এক সাক্ষাৎকারে জানান, অমলেট, ফ্রাইডরাইস বানিয়ে অপেক্ষায় থাকতেন বাবাকে খাওয়াবেন। জানবেন কেমন হয়েছে স্বাদ। তাঁর কথায়, আমি নিঃসন্দেহে সেফ হতাম।

অনেক রকমের রান্নার চেষ্টা করতাম ছোট থেকেই। যাই রান্না করতাম তাতেই আমার বাবা খুশি হত। ফলে সেফের চরিত্রে তাঁকে যদি অভিনয় করতে বলা হয়, তিনি ভীষণই খুশি হবেন। বর্তমানে ধনুশ দ্য গ্রে ম্যান নিয়ে চর্চায়। আবারও আসতে চলেছে ছবির সিক্যুয়েল। ঝড়ের গতিতে বর্তমানে ভাইরাল সেই ছবি। কখনও সামনে উঠে আসতে দেখা যাচ্ছে তাঁর স্বল্প দৈর্ঘ্যের চরিত্র ঘিরে বচসা, কখনও আবার সামনে উঠে আসছে তাঁর পারিশ্রমিকের মাত্রা। ধনুষের জনপ্রিয়তায় আঘাত হেনেছে দ্য গ্রে ম্যান, তার সত্ত্বে আগামীর প্রস্তাব কি গ্রহণ করবেন তিনি, তা নিয়ে এখনও অভিনেতা মুখ খোলেননি।