Miss Universe India: মুকুটে নতুন পালক, মিস ইউনিভার্স ইন্ডিয়া হলেন চন্ডীগড়ের হারনাজ

এ দেশে সেরার মুকুট জিতেই দৌড় শেষ হয়নি হারনাজের। এর পরের লক্ষ্য মিস ইউনিভার্স। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন তিনি। পুনের ঋতিকা খাটনানিকে সম্মানিত হয়েছেন মিস ডিভার সুপ্রান্যাশনাল সম্মানে।

Miss Universe India: মুকুটে নতুন পালক, মিস ইউনিভার্স ইন্ডিয়া হলেন চন্ডীগড়ের হারনাজ
পরের লক্ষ্য মিস ইউনিভার্স।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2021 | 8:50 PM

সেরার সেরা চন্ডীগড়ের হারনাজ সান্ধু। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২১-র সম্মানে ভূষিত হলেন তিনি। ৩০ সেপ্টেম্বর বলি অভিনেত্রী কৃতী শ্যাননের কাছ থেকে পুরস্কার তুলে নিলেন তিনি।

এ দেশে সেরার মুকুট জিতেই দৌড় শেষ হয়নি হারনাজের। এর পরের লক্ষ্য মিস ইউনিভার্স। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন তিনি। পুনের ঋতিকা খাটনানিকে সম্মানিত হয়েছেন মিস ডিভার সুপ্রান্যাশনাল সম্মানে। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন তিনিও। অন্যদিকে জয়পুরের সোনাল কুরকেজা লিভা মিস ডিভার দ্বিতীয় স্থান পেয়েছেন।

গত ৩০ সেপ্টেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল এই ইভেন্ট। করোনা পরিস্থিতিতে সাধারণের প্রবেশ ছিল নিষিদ্ধ। তবে হাজির ছিলেন বলিউডের চেনা মুখেরা। উপস্থিত ছিলেন মালাইকা অরোরা। ছিলেন ফ্যাশন ডিজাইনার অভিষেক শর্মাও।

View this post on Instagram

A post shared by Miss Diva (@missdivaorg)