National Film Awards 2022: ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন কারা… দেখে নিন এক ঝলকে
National Film Awards 2022: শুক্রবার (২২.০৭.২০২২) দুপুরে দিল্লিতে আয়োজিত হয় ৬৮তম জাতীয় পুরস্কারের অনুষ্ঠান। প্রতি বছরই এই সম্মান প্রদান করে ভারত সরকারের ডিরেক্টোরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল বিভাগ।
শুক্রবার (২২.০৭.২০২২) দুপুরে দিল্লিতে আয়োজিত হয় ৬৮তম জাতীয় পুরস্কারের অনুষ্ঠান। প্রতি বছরই এই সম্মান প্রদান করে ভারত সরকারের ডিরেক্টোরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল বিভাগ। বিগত দু’বছর করোনা প্রভাব ফেলেছিল জাতীয় পুরস্কারেও। ফলে ২০২০ সালের কিছু ছবিও ছিল মনোনয়ন তালিকায়। করোনার কারণে দু’বছর ভার্চুয়ালভাবেই পালিত হয়েছিল ন্যাশনাল অ্যাওয়ার্ডস। এবার ফের সশরীরে উপস্থিত ছিলেন পুরস্কারপ্রাপকরা। আজ ১০জন সদস্যের বিচারকমণ্ডলী দেখা করতে যান তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে। এবার দেখে নিন, কারা পেলেন জাতীয় পুরস্কার।
সেরা ফিচার ছবি: সুরারাই পোত্রু।
সেরা পরিচালক: সচীদানন্দন কে আর।
সেরা জনপ্রিয় ছবি: তানহাজি।
সেরা ডেবিউ পরিচালকের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার: ম্যান্ডেলা।
সেরা শিশুদের ছবি: সুমি।
সেরা অভিনেতা: সুরারাই পোত্রুর জন্য সুরিয়া ও তানহাজ়ির জন্য অজয় দেবগণ।
সেরা অভিনেত্রী: অপর্ণা বালামুরালি।
সেরা সাপোর্টিং অভিনেতা: বিজু মেনন।
সেরা সাপোর্টিং অভিনেত্রী: লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলী।
সেরা শিশু শিল্পী: ‘তকতক’ ছবির জন্য অনীষ মঙ্গেশ গোসাভি এবং ‘সুমি’ ছবির জন্য আকাঙ্ক্ষা পিঙ্গলে ও দিব্যেশ ইন্দুলকর।
সেরা সঙ্গীত পরিচালক: আলা বৈকুণ্ঠপুরামুলো।
সেরা মহিলা গায়ক: নানছাম্মা।
সেরা মহিলা গায়িকা: সাইনা।
সেরা অডিয়োগ্রাফি: দোলু।
সেরা সিনেম্যাটোগ্রাফি: অভিযাত্রিক।
সেরা নন-ফিচার ছবি: থ্রি সিস্টার্স।
সেরা পোশাক পরিকল্পনা: তানহাজি।
সেরা মেকআপ: নাট্যম।
সেরা স্ক্রিনপ্লে: সুরারাই পোত্রু।
সেরা অসমীয়া ছবি: ব্রিজ।
সেরা বাংলা ছবি: অভিযাত্রিক।
সেরা হিন্দি ছবি: তুলসীদাস জুনিয়র।
সেরা তেলুগু ছবি: কালার ফটো।
সেরা তামিল ছবি: শিবারণজানিয়ুম ইন্নম শিলা পেঙ্গাল্লুম।
বাংলা থেকে এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘অভিযাত্রিক’ ছবিটি। পরিচালকের নাম শুভ্রজিৎ মিত্র। সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির শেষে অপুর সঙ্গে তাঁর ছেলে কাজলের বন্ধুত্ব হয়। তারপর তাঁদের জীবনে কী হয়? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ‘অপরাজিত’ উপন্যাসের শেষ ১০০ পাতার কাহিনিকেই ‘অভিযাত্রিক’-এ তুলে ধরেছিলেন শুভ্রজিৎ। অপুর চরিত্রে ছিলেন অর্জুন চক্রবর্তী। ছিলেন সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, অর্পিতা চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা।
এখানেই শেষ নয়। আরও আছে। মানবাধিকার, তথা সমাজকর্মী রত্নবলী রায় প্রযোজিত ও পুতুল রফি মাহমুদ পরিচালিত ‘থ্রি সিস্টার্স’ তথ্যচিত্রটিও এবার জাতীয় পুরস্কার পেয়েছে।