Iman Chakraborty: পাহাড়ের কুয়াশা ঘেরা ভেজা রাস্তায় ‘ইচ্ছেডানা’ নিয়ে উড়ে বেড়ালেন ইমন
ইমন লিখেছেন, "অপেক্ষার আর একদিন, 'ইচ্ছেডানা' আসছে, সবাই তৈরি তো?"
দিনটা ছিল ২২শে শ্রাবণ। রবীন্দ্রসঙ্গীত বড্ড ভাল গাইতে পারেন যিনি, সেই শিল্পীর কাছে ফোন গিয়েছিল। তিনি অর্থাৎ, গায়িকা ইমন চক্রবর্তী। ফোনের ওপার থেকে ইমন জানিয়েছিলেন তিনি পাহাড়ে উঠছেন। বলেছিলেন, বড় কোনও সারপ্রাইজ় দিতে চলেছেন সকলকে। সেই সারপ্রাইজ়ই এবারে ইমনের পুজোর উপহার – একটি গান। সেই গানটির সুর ও ডিজ়াইন তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষের। নাম ‘ইচ্ছেডানা’।
গানের টিজ়ারটি মুক্তি পেয়েছে শনিবার, কিছুক্ষণ আগেই। সেখানে দেখা যাচ্ছে বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তায় পরীর মতো গোলাপি গাউন পরে আনমনে হেঁটে চলেছেন ইমন। আর আবহে বাজছে মধুর সুর। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “অপেক্ষার আর একদিন, ‘ইচ্ছেডানা’ আসছে, সবাই তৈরি তো?”
View this post on Instagram
পুজোর গান ছাড়া পুজো জমে না। ইমনের গানটি মুক্তি পেতে চলেছে ৪ অক্টোবর। মুক্তি পাবে ইমনের নিজস্ব ইউটিউব চ্যানেলেই। গানের সুর ও ডিজ়াইন নীলাঞ্জনের। গানটি লিখেছেন মানিক বেরা। ভিডিয়ো নির্মাণ করেছেন শুভদীপ।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার বড় ভক্ত ইমন। তাঁরই গান গেয়েছেন অধিকাংশ। ছেলেবেলায় মা তৃষ্ণা চক্রবর্তীর কাছে গানের তালিম নিয়েছিলেন ইমন। মাকে তিনি বসিয়েছেন গুরুর আসনে।
View this post on Instagram
ইমনের প্রথম অ্যালবাম ‘বসতে দিও কাছে’। রবিঠাকুরের গান উপস্থাপনা করেছিলেন সেখানে। সেই গানগুলিই বর্তমান যুগের সঙ্গীত কম্পোজ়ার অনুপম রায়ের নজরে আসে। সে সময় তাঁর কিছু গানের জন্য নতুন গায়িকা ও নতুন কণ্ঠস্বরের সন্ধানে ছিলেন অনুপম। তারপরই আসে ইমনের জীবনের সেই ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। গানের জগতের নতুন নক্ষত্রের জন্ম হয়। ‘প্রাক্তন’ ছবিতে অনুপমের কম্পোজিশনে ‘তুমি যাকে ভালবাসো’ গানটি গাওয়ার সুযোগ পান ইমন।
View this post on Instagram
আর প্রথম প্লেব্যাকেই বাজিমাত ইমনের। ‘তুমি যাকে ভালবাসো’ যেন এক লহমায় পৌঁছে যায় সকলের মনের ভিতরে। হয়ে উঠে রিং টোন, কলার টিউন, চার্টবাস্টারের এক নম্বর গান। গানটির জন্য সেরা মহিলা গায়িকার জাতীয় পুরস্কার পান ইমন।
আরও পড়ুন: Arpita Chatterjee: জন্মদিনে উইশ করার জন্য সকলের উদ্দেশে অর্পিতার আবেগপ্রবণ খোলা চিঠি
আরও পড়ুন: Subhashree Ganguly: প্রেমিক-প্রেমিকাদের উদ্দেশে মালদ্বীপ থেকে শুভশ্রীর বার্তা