B Praak: জন্মলগ্নেই সন্তানের মৃত্যু, ভেঙে পড়লেন গায়ক বি প্রাক, শেয়ার করলেন দুঃসংবাদ
Sad News: খবর পাওয়া মাত্রই সেলেব জুটিকে সান্তনা দিয়েছে বহু স্টার। ভক্তরাও সকলে পোস্ট করে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। করণ জোহর থেকে শুরু করে বিভিন্ন সেলেবরা এই কঠিন সময় বি প্রাক ও তাঁর স্ত্রীকে সমবেদনা জানান।
বাবা হতে চলেছেন গায়ক বি প্রাক। খবর ছড়িয়েছিল নেট দুনিয়ায় প্রথম থেকেই। একের পর এক ছবিও তাঁদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠতে থাকে। তাঁদের মতো প্রত্যেক ভক্তও দিন গুনছিলেন কবে সদ্যজাতের দেখা মিলবে। তবে হঠৎই ঘটে যাওয়া দুর্ঘটনায় ভেঙে পড়লেন গায়ক ও তাঁর স্ত্রী মীরা বচন। সদ্যজাত সন্তান জন্মলগ্নেই প্রাণ হারায়। এতে যেমন ভেঙে পড়েছে বি প্রাক ও তাঁর পরিবার, ঠিক তেমনভাবেই ভক্তমনেও শোকের ছায়া। সুখবরের জন্য অপেক্ষা করছিলেন সকলেই। তারই মাঝে এই আকষ্মিক ঘটনার খবর সামনে আসতেই মন খারাপ নেটপাড়ার।
এই শোকের খবর শেয়ার করে নেন সঙ্গীতশিল্পী সকলের সঙ্গেই। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে জানান, ”ভীষণ মানসিক যন্ত্রণার সঙ্গে জানাচ্ছি যে আমাদের সদ্যোজাত জন্মলগ্নেই প্রাণ হারায়। অভিভাবক হিসেবে এটা আমাদের কাছে খুব কঠিন সময়। সকল ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ। এই ক্ষতিতে আমরা সকলেই বিধ্বস্ত, তাই এই সময়টা আমরা একটু একা থাকতে চাই। আপনাদের মীরা ও বি প্রাক।”
View this post on Instagram
খবর পাওয়া মাত্রই সেলেব জুটিকে সান্তনা দিতে এগিয়ে এসেছেন বহু স্টার। ভক্তরাও সকলে পোস্ট করে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। করণ জোহর থেকে শুরু করে বিভিন্ন সেলেবরা এই কঠিন সময় বি প্রাক ও তাঁর স্ত্রীকে সমবেদনা জানান। করণের কথায়, আমাদের প্রার্থণা তোমাদের সঙ্গে রয়েছে। কেসরি থেকে শুরু করে গুড নিউজ একাধিক ভাল ছবিতে কাজ করে জনপ্রিয় বি প্রাক। তাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। বিবাহবার্ষিকীতেই জানিয়েছিলেন সুখবর। পরিবারে আসতে চলেছে দ্বিতীয় সন্তান। তবে শেষ মুহূর্তে বড় আঘাতের মুখ দেখল পরিবার। ফলে শোকে ডুবে বর্তমানে গায়ক ও তাঁর স্ত্রী সহপরিবারের সকলেই। জানালেন, এই সময়টা যেন তাঁদের একা ছেড়ে দেওয়া।