Nobel: প্রতারণা না স্ত্রীর আনা অভিযোগ? নোবেলকে ঢাকা পুলিশের আটক করার কারণ নিয়ে ধোঁয়াশা
Viral News: বাংলাদেশের কুড়িগ্রামে মঞ্চে উঠে নোবেলের মাতলামি করার ভিডিও প্রকাশ্যে আসে। দর্শকের সামনে অশালীন ভাষাও প্রয়োগ করেন। এরপরই শোরগোল পড়ে যায়। নতুন করে বিতর্ক তৈরি হয়।
ফের শিরোনামে বাংলাদেশের গায়ক নোবেল। প্রত্যাশিত ভাবেই নতুন এক বিতর্কের কেন্দ্রে তিনি। এবার প্রতারণার অভিযোগে তাঁকে আটক করল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, ঢাকার মতিঝিল থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আর তার ভিত্তিতেই শনিবার ভোরে ডেমরা অঞ্চলে বাড়ি থেকে নোবেলকে আটক করে পুলিশ।
একটি কনসার্টে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যাননি নোবেল। তারপরই ১৬ মে মতিঝিল থানায় প্রতারণার মামলা দায়ের হয় এই গায়কের বিরুদ্ধে।এরপর এদিন সকালে আটক করা হয় বিতর্কিত গায়ককে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, ‘নোবেলের নামে একটা প্রতারণার মামলা হয়েছে। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন, কিন্তু যাননি… আমাদের কাছে এমন তথ্য আছে, তিনি বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নেন, কিন্তু যান না। এমন অনেক অভিযোগ।’ তবে তার বিরুদ্ধে স্ত্রী সালসাবেল মাহমুদও বেশ কিছু অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।
কিছুদিন আগেই বাংলাদেশের কুড়িগ্রামে মঞ্চে উঠে নোবেলের মাতলামি করার ভিডিও প্রকাশ্যে আসে। দর্শকের সামনে অশালীন ভাষাও প্রয়োগ করেন। এরপরই শোরগোল পড়ে যায়। নতুন করে বিতর্ক তৈরি হয়। সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়ে নেন নোবেল। তবে ‘মঞ্চে ওঠার আগে রিল্যাক্স করার জন্য একটু মদ্যপান করি ‘এহেন মন্তব্য করে ফের রোষানলে পড়েন তিনি। কুড়িগ্রামের ঘটনার পরে নোবেলের স্ত্রী ফেসবুক পোস্টে লেখেন, ‘আমরা দু’জনেই সম্মত হয়ে ডিভোর্স প্রক্রিয়া স্থগিত রেখেছিলাম। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার পর যখন নোবেলের সঙ্গে কথা হয়, আমি তাঁকে শেষ বারের মত মাদক দ্রব্য ছাড়ার কথা এবং চিকিৎসা করানোর জন্য বলি। সে পরিষ্কার ভাবে জানিয়ে দেয়, সে কখনও মাদক ছাড়বে না।’ নোবেলকে যারা মাদক সরবরাহ করতেন তাদের মধ্যে বেশ কিছু ক্ষমতাশালী মানুষ আছেন। তাদের প্ররোচনাতেই মাদক সেবনে ঝুঁকে পড়েছেন নোবেল। সেই অভিযোগও করেছিলেন নোবেলের স্ত্রী। সেই ইঙ্গিত দেওয়ার পর পরই হুমকি পান নোবেলের স্ত্রী সালসাবেল মাহমুদ। তেমনটাও জানিয়েছিলেন তিনি। এর কিছুদিনের মধ্যেই একদিকে প্রতারণার অভিযোগ, অন্যদিকে স্ত্রীর আনা নানা অভিযোগ। ঠিক কোন কারণে আটক করা হল নোবেলকে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে।