Chiranjeevi: রমরমিয়ে চলছে ‘গডফাদার’, কী বললেন চিরঞ্জীবী

South Movie: ছবির বাজার নিয়ে যেতে চিরঞ্জীবী সন্তুষ্ট তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। দক্ষিণী দুনিয়ায় এখন একাধিক ছবি পাইপ লাইনে। উল্টো দিকে বলিউডেও ডেবিউ করছেন অনেকে। 

Chiranjeevi: রমরমিয়ে চলছে 'গডফাদার', কী বললেন চিরঞ্জীবী
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2022 | 8:58 PM

দক্ষিণী ছবি মানেই যে তা ভাল চলবে এমনটা কখনই সত্যি নয়। একাধিক দক্ষিণী ছবিকে দেখা গিয়েছে, যা সেভাবে ভাল ফল করতে পারেনি বক্স অফিসে। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া আবার এক একটি ছবি ঘিরেও ওঠে দর্শক মহলে উত্তেজনার পারদ তুঙ্গে। চিরঞ্চজীবী অভিনীত গডফাদার এই দুইয়ের মধ্যে ঠিক কোন পক্ষে যাবে, তা আগে থেকেই অনুমান করে নিয়েছিলেন ভক্তরা। কারণ একটাই একে চিরঞ্জীবী, তারওপর সলমন খানের ছোঁয়া, ভক্তরা যে এভাবে ছবিকে হিট করে দেবে তা দেখে ছবি নির্মাতাও বেজায় খুশি। কী বলছেন খোদ ছবির হিরো চিরঞ্জীবী!

সদ্য ছবির ভাল ফল নিয়ে মুখ খোলেন অভিনেতা চিরঞ্জীবী। এক সাক্ষাৎকারে জানান, ইন্দিরা ও ঠাকুরের পর এই ধরনের সাফল্যে পৌঁছে আমি খুশি। আমি নিজেকেই তখন বললাম, যদি ছবির বিষয় বস্তু ভাল হয়, তবে মানুষ নিশ্চই প্রেক্ষাগৃহে আসবে ও ছবি দেখবে। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, দর্শকেরা এই ছবিকে ভালবাসা দিচ্ছে, আর আমার মনে হয় মহিলারা এই ধরনের ছবিকে গ্রহণ করছে, এটাও একটা ভাল দিক। ফলে ছবির বাজার নিয়ে যেতে চিরঞ্জীবী সন্তুষ্ট তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। দক্ষিণী দুনিয়ায় এখন একাধিক ছবি পাইপ লাইনে। উল্টো দিকে বলিউডেও ডেবিউ করছেন অনেকে।

তবে বলিউড মানেই বয়কট আর দক্ষিণী ছবি মানেই যে তা রমরমিয়ে চলবে এমনটা সত্য নয়, কারণ সম্প্রতি কালে আদিপুরুষ ঘিরে যেভাবে বচসা তুঙ্গে উঠেছে, যেভাবে রাধে শ্যাম ছবি প্রভাসের হওয়ার সত্ত্বেও তা ফ্লপের মুখ দেখেছে, তা এক কথায় বলতে গেলে স্পষ্ট করে দেয়, ছবির বিষয় বস্তু ছবি হিট হওয়ার পিছনে অন্যতম কারণ তো বটেই। আর এবার সেই ধ্রুব সত্যই সকলের সামনে আরও একবার তুলে ধরলেন চিরঞ্জীবী।