World Music Day 2021: বিশ্বজুড়ে সঙ্গীতের উদযাপন, কবে-কোথায়, কে শুরু করেছিলেন এই মিউজিক্যাল সেলিব্রেশন?
World Music Day 2021: এই বিশেষ দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলে সঙ্গীতের উৎসব। গান গেয়ে, পছন্দের বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দের পরিবেশ তৈরি করা হয়।

২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস বা ওয়ার্ল্ড মিউজিক ডে। পৃথিবীর বিভিন্ন প্রান্তেই ওই বিশেষ দিনে উদযাপন হয় Fete de la Musique। এই Fete de la Musique হল এমন এক অনুষ্ঠানে যাকে বার্ষিক সঙ্গীত বা সুরের উৎসব বলা হয়ে থাকে। এই অনুষ্ঠানে মূলত তরুণ প্রজন্ম এবং আমেচার মিউজিশিয়ানদেরই পারফর্ম করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়। বছরের অন্যান্য দিনেও আপনি আপনার পছন্দের গান গুনগুনিয়ে ওঠেন। কেউ বা বাজার প্রিয় বাদ্যযন্ত্র। তবে ওয়ার্ল্ড মিউজিক ডে- র ছবিটা সামান্য আলাদা।
বলা হয়, এইদিন বাড়ির কাছে পার্ক, মাঠ বা খোলা জায়গায় পছন্দের ইন্সট্রুমেন্ট বাজিয়ে গান করুন। তাহলে শুধু আপনি নিজে নন, উপভোগ করবেন আপনার চারপাশের সকলেই। এমনিতেই বলা হয় অনেক জটিল সমস্যার ক্ষেত্রে সমাধান হয়ে ওঠে ‘মিউজিক থেরাপি’। আর এখন তো করোনাভাইরাসের দাপটে অসুস্থ গোটা দুনিয়া। মনখারাপ সকলেরই। এই কঠিন পরিস্থিতিতে আপনার গান যদি কারও মন ভাল করে মুখে হাসি ফোটাতে পারে, তাহলে জমিয়ে উদযাপন করুন ওয়ার্ল্ড মিউজিক ডে।
বিশ্ব সঙ্গীত দিবসের উদযাপন শুরু করেছিলেন কে?
Summer Solstice এবং ওয়ার্ল্ড মিউজিক ডে, অনেকসময়েই একসঙ্গে পড়ে। প্রথম বছর অর্থাৎ ১৯৮২ সালেও তাই-ই হয়েছিল। সে বছর ফ্রান্সে প্রথমবার উদযাপন করা হয় এই বিশেষ দিন। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী (French Minister of Culture) Jack Lange- ই প্রথম Fete de la Musique উৎসব শুরু করেন প্যারিসে। আর এক জনপ্রিয় মিউজিক কম্পোজার Maurice Fleuret- ও এই দিন উদযাপনের সঙ্গে জড়িয়ে ছিলেন। পরবর্তী কালে ফ্রান্সের বাইরে বিশ্বের অন্যান্য দেশেও জনপ্রিয় হয় এই ‘মিউজিক ডে’।
বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দিনে চলে বিশেষ উদযাপন। তবে ফ্রান্স এবং বিশেষ করে প্যারিসে সেলব্রেশন মাত্রা থাকে একটি বেশি। সেজে ওঠে ফ্রান্সের রাস্তাঘাট। সকলে মিলে চলে মিউজিকের সেলিব্রেশন।
আরও পড়ুন- Father’s Day 2021: আসছে বাবাদের জন্য বিশেষ দিন! ফাদার্স ডে-র ইতিহাস ও প্রাসঙ্গিকতা, জানুন





