মুম্বইয়ে করিশ্মা কাপুরের বাড়ির অন্দরমহল দেখলে চোখ ধাঁধিয়ে যাবে, রইল ছবি

বর্তমানে দুই সন্তানকে নিয়ে একা থাকেন তিনি। মুম্বইয়ে তাঁর বাড়ির অন্দরমহল দেখলে চোখ ধাঁধিয়ে যাবে।

| Edited By: | Updated on: Aug 31, 2021 | 5:19 PM
বর্তমানে টিনশেল টাউনকে বিদায় জানিয়েছেন তিনি। কিন্তু এক সময় টি-টাউনের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে করিশ্মা কাপুর ছিলেন অন্যতম। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে বহুকাল। স্বামীর বিরুদ্ধে এনেছিলেন গার্হস্থ্য হিংসার অভিযোগ।

বর্তমানে টিনশেল টাউনকে বিদায় জানিয়েছেন তিনি। কিন্তু এক সময় টি-টাউনের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে করিশ্মা কাপুর ছিলেন অন্যতম। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে বহুকাল। স্বামীর বিরুদ্ধে এনেছিলেন গার্হস্থ্য হিংসার অভিযোগ।

1 / 8
 বর্তমানে দুই সন্তানকে নিয়ে একা থাকেন তিনি। মুম্বইয়ে তাঁর বাড়ির অন্দরমহল দেখলে চোখ ধাঁধিয়ে যাবে।

বর্তমানে দুই সন্তানকে নিয়ে একা থাকেন তিনি। মুম্বইয়ে তাঁর বাড়ির অন্দরমহল দেখলে চোখ ধাঁধিয়ে যাবে।

2 / 8
মেকআপের জন্য আলাদা ঘর রয়েছে তাঁর। তাতে রয়েছি রকমারি প্রসাধনী।

মেকআপের জন্য আলাদা ঘর রয়েছে তাঁর। তাতে রয়েছি রকমারি প্রসাধনী।

3 / 8
দেওয়ালে রয়েছে ফ্লোরাল প্রিন্ট। করিশ্মা বেডরুম চোখে এনে দেয় প্রশান্তি।

দেওয়ালে রয়েছে ফ্লোরাল প্রিন্ট। করিশ্মা বেডরুম চোখে এনে দেয় প্রশান্তি।

4 / 8
প্রযুক্তিগত দিক দিয়েও উন্নত তাঁর বাড়ি। রয়েছে অত্যাধুনিক সব গ্যাজেট, সঙ্গে বইও।

প্রযুক্তিগত দিক দিয়েও উন্নত তাঁর বাড়ি। রয়েছে অত্যাধুনিক সব গ্যাজেট, সঙ্গে বইও।

5 / 8
একদিকে আধুনিক অন্যদিকে আভিজাত্য-- এই দুইয়ের মেলবন্ধন তাঁর লিভিং রুম।

একদিকে আধুনিক অন্যদিকে আভিজাত্য-- এই দুইয়ের মেলবন্ধন তাঁর লিভিং রুম।

6 / 8
ব্যালকনি তাঁর অন্যতম প্রিয় জায়গা, সে কথা মাঝেমধ্যেই তাঁর ইনস্টাগ্রাম জানান দেয়। সেখানে চলতে থাকে একের পর এক ফোটোশুট।

ব্যালকনি তাঁর অন্যতম প্রিয় জায়গা, সে কথা মাঝেমধ্যেই তাঁর ইনস্টাগ্রাম জানান দেয়। সেখানে চলতে থাকে একের পর এক ফোটোশুট।

7 / 8
ঘরে রয়েছে অসাধারণ সব পেন্টিং, যা চোখে জুড়াবে আপনার।

ঘরে রয়েছে অসাধারণ সব পেন্টিং, যা চোখে জুড়াবে আপনার।

8 / 8
Follow Us: