মেয়েদের হাতে আংটি দেখলেই কেন মনে হয় কোনও পুরুষই সেটি কিনে দিয়েছে: হিমাংশী খুরানা
দিন দুয়েক আগে ইনস্টা স্টোরিতে হার্ট শেপের একটি আংটির ছবি পোস্ট করেন হিমাংশী।
গত দু’দিন ধরে জোর চর্চায় বিগবস ফেম হিমাংশী খুরানা। কেউ বলছেন প্রেমিক আসিম রিয়াজকে চুপিসারেই বিয়ে করে ফেলেছেন তিনি। আবার কারও বক্তব্য বিয়ে না হলেও বাগদান হয়ে গিয়েছে তাঁদের। কারণ, একটি আংটি। আর সেই আংটিই জন্ম দিয়েছে যাবতীয় জল্পনা-কল্পনার। এ বার তা নিয়েই মুখ খুললেন হিমাংশী খুরানা।
দিন দুয়েক আগে ইনস্টা স্টোরিতে হার্ট শেপের একটি আংটির ছবি পোস্ট করেন হিমাংশী। হিরে খোচিত সেই আংটিতে লেখা ‘ইউ আই’। মানে তুমি এবং আমি। যে মুহূর্তে সেই আংটিকে নেটিজেনদের একাংশ হিমাংশীর এনগেজমেন্ট রিং হিসেবে ধরে নিয়েছেন ঠিক সেই মুহূর্তেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিমাংশী জানান, আসিম নন, তিনি নিজেই নিজেকে উপহার দিয়েছেন সেই আংটি।
View this post on Instagram
তাঁর কথায়, “মানুষের কেন এমন মনে হয় যে একটি মেয়ে আংটি পরেছে মানেই কোনও ছেলেই তাঁকে সেটি কিনে দিয়েছে? আমি নিজেই কিনেছি আংটিটি। আমার আংটি পরতে ভাল লাগে। যখনই মনে হয় নিজের জন্য আংটি কিনি আমি। বলতে পারেন এটি আমার হবি। একই সঙ্গে ইনভেস্টমেন্টও।”
আসিমকে নিয়ে তাঁর আরও বক্তব্য, “সবাই আগে আমাদের সম্পর্ক নিয়ে নানা সন্দেহ প্রকাশ করত। এখন বলছে আমরা নাকি বিয়েই করে ফেলেছি। আমাদের কোনও তাড়া নেই। দু’জনেই দু’জনের কাজে মন দিয়েছি। আমাদের ধর্ম আলাদা। যদিও আমাদের পরিবার আমাদের পাশে আছেন তবুও সব সম্পর্কই পরিণতি পেতে সময়ের দরকার।” হিমাংশী এবং আসিমের দেখা হয়েছিল বিগবসের সেটে। সেখানেই পরিণতি প্রায় প্রেম। যা বিগবস হাউজ ছাড়ার পরেও চলছে এখনও…