ইরফান-সুতপার এনএসডি জার্নির সাদা-কালো ছবি ফিরে এল বাবিলের পোস্টে
ইরফান-সুতপার দু’টি ছবি শেয়ার করেছেন বাবিল। ছবি দু’টির মধ্যে সময়ের ফারাক ৩৫ বছর। প্রথম ছবিতে মঞ্চে সাবলীল সুতপা-ইরফান। পরের ছবিটি রঙিন। কোনও এক গেট টুগেদারের মঞ্চে থেকে তোলা সেলফি।
এনএসডি অর্থাৎ ন্যাশানাল স্কুল অব ড্রামাতে একসঙ্গে থিয়েটারকে ভালবাসতে শুরু করেছিলেন ইরফান খান এবং সুতপা শিকদার। থিয়েটারকে ভালবাসতে গিয়ে কখন ভালবেসে ফেললেন একে অপরকেই। এর পর বিয়ে, বাবিল-আয়ান এবং একটা লম্বা সংসার।যা আচমকাই থমকে গিয়েছিল গত বছর ২৯ এপ্রিল। মা এবং বাবার সেই এনসিডি জার্নিরই সাদা-কালো ছবি শেয়ার করলেন ইরফান খানের ছেলে বাবিল।
ইরফান-সুতপার দু’টি ছবি শেয়ার করেছেন বাবিল। ছবি দু’টির মধ্যে সময়ের ফারাক ৩৫ বছর। প্রথম ছবিতে মঞ্চে সাবলীল সুতপা-ইরফান। পরের ছবিটি রঙিন। কোনও এক গেট টুগেদারের মঞ্চে থেকে তোলা সেলফি। শেয়ার করে বাবিল লিখেছেন, “মা আর বাবা এনএসডি কাট টু মা আর বাবা ৩৫ বছর পর।” ১৯৮৪-তে এনসিডিতে একসঙ্গে পড়াশোনা শুরু করেন ইরফান-সুতপা। বিয়ে করেন ১৯৯৫-এ। ছবিটি সম্ভবত ৮০’র দশকের। ছবি পুরনো কিন্তু স্মৃতি টাটকা।
View this post on Instagram
বাবিল এবং সুতপার সোশ্যাল মিডিয়ায় বারেবারেই ফিরে আসেন ইরফান। গত বছর এপ্রিল মাস থেকে তিনি নেই। তবু তাঁকে ভোলেনি বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর হাজার হাজার অনুরাগী। ডিসেম্বরের শেষ দিন যখন গোটা বিশ্ব সেজে উঠেছিল, আলোর রোশনাই আর আতসবাজির ঝলকানি জানিয়ে দিচ্ছিল ‘বিশ’ বছর বিদায় নিচ্চে অবশেষে, ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন সুতপা। লিখেছিলেন, “এটা বলা আমার কাছে ভীষণ কঠিন যে ২০২০ অত্যন্ত খারাপ একটি বছর কারণ তুমি ছিলে এ বছরে। গত বছর ঠিক এমন সময়ে তুমি আমার পাশে ছিলে, বাগানে ছিলে, পাখিদের জন্য বাসা বাঁধছিলে, কীভাবে ২০২০ কে বিদায় জানাব!!! ইরফান, আমি জানি না কীভাবে ২০২১-কে স্বাগত জানাব।”
হা-হুতাশ আছড়ে পড়েছিল সুতপার কমেন্ট বক্সে। ছেলে বাবিলের ইনস্টাগ্রামে শনিবার আরও একবার ফিরে এলেন ইরফান খান।